আবহাওয়ার পরিবর্তন ডেস্ক: অবশেষে স্বস্তির বৃষ্টিতে সিক্ত হল রাজধানীসহ দেশের বিভিন্ন স্থান। বুধবার (২০ জুলাই) রাজধানীতে সকালে বৃষ্টি হয় ২ মিলিমিটার। আর সর্বোচ্চ ৮০ মিলিমিটার বৃষ্টি হয়েছে ফেনীতে।
সকাল থেকে ঢাকার আকাশে রোদ ছিল। ছিল ভ্যাপসা গরমও। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে মেঘের আনাগোনা। বেলা সাড়ে ১১টার দিকে শুরু হয় বৃষ্টি। পরে ভারী বৃষ্টিতে রাজধানীর অনেক সড়কে পানি জমে যায়। যাতে দুর্ভোগে পড়েন পথচারীসহ অন্যরা।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। এ সময়ে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
রাজশাহী, পাবনা, রংপুর, দিনাজপুর এবং নীলফামারী জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু এলাকা থেকে প্রশমিত হতে পারে। আগামী তিনদিন বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।
গত দু’দিন রাজধানীতে গুড়ি বৃষ্টি হলেও; ভ্যাপসা গরম কমেনি।