স্পোর্টস ডেস্ক: দুই ম্যাচ সিরিজের শেষ টেস্টে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় দিনে প্রথম ইনিংসে ব্যাট করছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা।
পাঁচ উইকেটে ২৮৭ রানে প্রথম দিনের ব্যাট শেষ করে দক্ষিণ আফ্রিকা। ভাল শুরু করেন অধিনায়ক ডিন এলগার ও আরউই। আরউইকে ২৪ রানে ফিরিয়ে টাইগার শিবিরে স্বস্তি ফেরান খালেদ। তবে আরেক প্রান্ত আগলে হাফ সেঞ্চুরি তুলে নেন প্রোটিয়া অধিনায়ক। এলগারকে ৭০ রানে ফেরান তাইজুল। পিটারসেনকেও ৬৪ রানে ফেরান তাইজুল। চতুর্থ উইকেট জুটিতে ৮৩ রানের পার্টনারশিপ বাভুমা ও রিকেলটনের। ৪২ রান করা রিকেলটনকে তৃতীয় শিকার বানিয়ে এই জুটিও ভাঙেন তাইজুল। আর ৬৪ করা বাভুমা শেষ বেলায় ফেরেন খালেদের বলে। দিন শেষে ৫ উইকেটে ২৭৮ রান সাউথ আফ্রিকার।