রাজধানী ডেস্ক, এইউজেডনিউজ২৪: রাজধানীর উত্তর বাড্ডায় শুক্রবার রাতে একটি ফোম কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা ফরহাদুল আলম ইউএনবিকে বলেন, তাদের বাহিনীর সাতটি ইউনিট রাত ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
এর আগে ৭টা ৫০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয় জানিয়ে তিনি বলেন, কারখানাটি সাতারকুল এলাকায় একটি টিনশেড ভবনে অবস্থিত।
আগুন লাগার কারণ প্রাথমিকভাবে জানা যায়নি। সূত্র : ইউএনবি

