স্পোর্টস ডেস্ক, আজনিউজ২৪: তামিম-সাদমানের সাবলীল ব্যাটিংয়ে গিবসন একাদশকে ৬ উইকেটে হারিয়েছে মুমিনুলের কুক একাদশ। হাফ সেঞ্চুরি পেয়েছেন দুই ওপেনারই। চার ঘন্টা বৃষ্টিতে খেলা বন্ধ থাকায় এই সিদ্ধান্ত নিয়েছিলো টিম ম্যানেজমেন্ট। এই ম্যাচ দিয়ে শেষ হলো ক্রিকেটারদের বায়ো বাবলে থাকা।
নিরস ম্যাচে প্রাণের ছোঁয়া। আর সেটা আনতে নিয়মের বদল। আগেরদিন গিবসন একাদশ তুলেছিলো ৮ উইকেটে ২৪৮ রান।বৃষ্টিতে দ্বিতীয় দিন চার ঘন্টা নষ্ট হওয়ায় কুক একাদশের সামনে ২০০ রানের টার্গেট দেয়া হয়, ৪৩ ওভারে। সময়ের সদ্বব্যবহার আর ক্রিকেটারদের চ্যালেঞ্জিং মানসিকতার প্রমান নিতেই এমন সিদ্ধান্ত।
প্রথম ম্যাচে না খেলা তামিম ইকবাল চ্যালেঞ্জ জয়ে ছিলেন সামনে। সাদমানের সাথে তার উদ্বোধনী জুটি ১০৭ রানের। ৬৪ কোরে ফিরেছেন তামিম, সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েও ব্যর্থ ইনজুরি ফেরত সাদমান। তবে তার ৮৩ দলের জয় আর নিজের আত্মবিশ্বাসকে দিয়েছে শক্ত ভিত্তি। আরো একবার ব্যর্থ মুশফিক হয়েছেন বোল্ড আউট। প্রথম ম্যাচের সেঞ্চুরিয়ান মুমিনুলও ফিরেছেন দ্রুত, তবে ৮ বল হাতে রেখে জয় তুলে নিতে সমস্যা হয়নি ইয়াসির রাব্বি-মোহাম্মদ মিঠুনের।
বোলারদের ব্যর্থতার দিনে গিবসন একাদশের নাঈম হাসান সফল ২ উইকেট নিয়ে। আশা জাগিয়েও শ্রীলঙ্কা সফর স্থগিত, অনুশীলনের ম্যাচে দুধের স্বাদ ঘোলে মেটানো। তবে এ নিয়ে আক্ষেপ নেই সাদমানের। প্রস্তুতি ম্যাচ শেষে থামলো ক্রিকেটারদের বায়ো বাবল। মুক্তি মিলেছে কোয়ারেন্টিন থেকে। সূত্র : চ্যানেল টোয়েন্টি ফোর