আবহাওয়ার পরিবর্তন ডেস্ক, এইউজেডনিউজ২৪: ভাদ্র মাসের প্রথম সপ্তাহে টানা বৃষ্টি আর নদীর পানি বাড়ার কারণে দক্ষিণাঞ্চলের বেশিরভাগ এলাকা প্লাবিত হয়েছে। সাতক্ষীরা, বরগুনা, ভোলায় বাঁধ ভেঙে গেছে তলিয়ে গেছে গ্রামের পর গ্রাম। পানিবন্দি লাখো মানুষ।
এখনও স্বাভাবিক হয়নি সাত্ক্ষীরার প্রতাপনগরের পানিবন্দী এলাকাগুলোর। জোয়ারের পানির তোড়ে ভেঙে বাঁধ। ভেসেছে ঘর, ডুবেছে আবাদি জমি। পানিবন্দি জীবনে শুধুই হাহাকার।
পানির তোড়ে ভেঙে গেছে জেলা সদরের সাথে যোগাযোগের একমাত্র সড়কটি। এ অবস্থায় বন্ধ সব কাজকর্ম। ইউনিয়নের পাঁচটি বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে ২১টির বেশি গ্রাম।
একই গল্প ভোলাতেও। অস্বাভাবিক জোয়ারের পানিতে জেলার দক্ষিণ ইলিশা ও মনপুরার কালুগাজী এলাকায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে ৩০ হাজারের বেশি মানুষ দুর্ভোগে। ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামত করে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় গ্রামবাসী।
পানিতে তলিয়েছে বরগুনার তিন উপজেলার কয়েকটি এলাকা। বাদ যায়নি জেলা শহরও। ঝালকাঠিতে সুগন্ধা ও বিষখালী নদীর পানি বেড়ে অন্তত ৫০টি গ্রাম প্লাবিত হয়েছে। ভেসে গেছে মাছের ঘের। বসতবাড়িতে পানি ওঠায় দুর্ভোগে উপকূলের মানুষ।
এছাড়া রাজবাড়ী, মানিকগঞ্জে পদ্মা নদীর পানি ফের বিপৎসীমার উপর দিয়ে বইছে। এতে ব্যাহত হচ্ছে নৌচলাচল। সূত্র : চ্যানেল টোয়েন্টি ফোর