ইন্টারন্যাশাল ডেস্ক, এইউজেডনিউজ২৪: ভারতে গত একদিনে আরও অর্ধলক্ষাধিক মানুষের করোনা শনাক্ত হয়েছে। এদিকে, মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৬৮ হাজারে পৌঁছেছে। মৃত্যু হয়েছে ১৬ হাজার ৪৭৫ জন মানুষের। পাশাপাশি মৃতের সংখ্যা বেড়ে ৪০ হাজার ছাড়িয়েছে। রেকর্ড সাড়ে ছয় লাখের বেশি নমুনা পরীক্ষা হয়েছে। তবে, আক্রান্তদের দুই তৃতীয়াংশই সুস্থতা লাভ করেছেন।
মৃতের সংখ্যায় রাজধানী দিল্লিকে পেছনে ফেলে দুইয়ে উঠে এসেছে তামিলনাড়ু। যেখানে এখন পর্যন্ত প্রাণহানি ঘটেছে ৪ হাজার ৪৬১ জনের। আর আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে ২ লাখ ৭৩ হাজার ৪৬০ জনে দাঁড়িয়েছে।
দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৫৬ হাজার ২৮২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এতে করে সংক্রমিতের সংখ্যা বেড়ে ১৯ লাখ ৬৪ হাজার ৫৩৬ জনে দাঁড়িয়েছে। যার ষাট শতাংশই চার রাজ্যের (মহারাষ্ট্র, দিল্লি, তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশ)।
অন্যদিকে, গত একদিনে প্রাণহানি ঘটেছে ৯০৪ জনের। এ নিয়ে এখন পর্যন্ত ৪০ হাজার ৬৯৯ জনের মৃত্যু হলো করোনায়। দেশটিতে এখন পর্যন্ত ২ কোটি ২১ লাখের বেশি নমুনা পরীক্ষা করা হয়েছে।
দক্ষিণ এশিয়ার দেশটিতে সর্বাধিক সংক্রমণ ছড়িয়েছে মহারাষ্ট্রে। তারপরেই তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, দিল্লি, গুজরাট, উত্তরপ্রদেশ, কর্নাটক এবং তেলেঙ্গানা। এদিকে, বিশ্ব তালিকায় মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রাজিলের পরে বিশ্বের তৃতীয় সর্বোচ্চ করোনাক্রান্ত দেশ হলো ভারত। আর প্রাণহানিতে পঞ্চম।