হিলি প্রতিনিধি: ৯ দিন বন্ধ থাকার পর হিলি স্থলবন্দর দিয়ে আবার গম আমদানি শুরু হয়েছে। রোববার (২৯ মে) বিকেল ৫টার দিকে ভারত থেকে ৪০ মেট্টিক টন গমবোঝাই একটি ট্রাক হিলি স্থলবন্দরে প্রবেশের মধ্য দিয়ে আমদানি শুরু হয়। পরে আরও একটি ট্রাকে ৪০ মেট্টিক টন গম আসে।
হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন মুঠোফোনে ঢাকা পোস্টকে গম আমদানি শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ভারত সরকার হঠাৎ করে ১২ মে গম রপ্তানি বন্ধ করে দেয়। গম রপ্তানি বন্ধ করলেও আগের করা এলসির গম বাংলাদেশকে দেওয়ার কথা থাকলেও অভ্যন্তরীণ জটিলতার কারণ দেখিয়ে ২০ মে থেকে গম রপ্তানি বন্ধ রেখেছিল। তবে সেই জটিলতা কাটিয়ে ৯ দিন পর রোববার বিকেলে বন্দর দিয়ে গম আমদানি শুরু হয়েছে। এতে করে আমাদের ব্যবসায়ীদের মাঝে একটা স্বস্তি ফিরেছে।