বিনোদন ডেস্ক, এইউজেডনিউজ২৪: ৯০’র দশকে টি-৩৭ যুদ্ধবিমান প্রশিক্ষণের জন্য তুরস্কে ছিলেন ১৯৯৫ সালের বাংলাদেশের চলচ্চিত্র শিল্পে একজন সফল অভিনেতা রিয়াজ। তখনকার তুর্কির প্রথম রাষ্ট্রপতি মোস্তফা কামাল আতাতুর্কের ছবির নিচে বসে আছেন এই সেই যুবক। তার সামনে খোলা অজস্র কাগজপত্র। যুবকের পরনে সামরিক পোশাক।
নায়ক রিয়াজ পরিবারের উৎসাহে যশোরে বিমানবাহিনীতে ভর্তি পরীক্ষা দেন এবং উত্তীর্ণ হন। যথাযথ প্রশিক্ষণ শেষে তিনি বাংলাদেশ বিমান বাহিনীতে বিমানচালক হিসেবে যোগদান করেন। বৈমানিক হিসেবে তিনি একটি জেট ফাইটারে মোট ৩০০ ঘণ্টা উড্ডয়ন সম্পন্ন করেন। পরবর্তীতে রিয়াজ শৃঙ্খলা ভঙ্গের দায়ে ১৯৯৩ সালে বিমানবাহিনী থেকে চাকরিচ্যুত হন।
চাকরিচ্যুতির পর তিনি বাড়ি ছেড়ে ঢাকা শহরে পাড়ি জমান এবং চাচাতো বোন চলচ্চিত্র অভিনেত্রী ববিতার হাত ধরে ১৯৯৫ সালে বাংলাদেশের চলচ্চিত্র শিল্পে একজন অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করেন। এরপর একে একে উপহার দেন ব্যবসা সফল ছবি।সূত্র: সময় টিভি