স্পোর্টস ডেস্ক: দেশের হয়ে টি-টোয়েন্টিতে প্রথম ব্যাটার হিসেবে ৬০০০ রানের মাইলফলক স্পর্শ করেছেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান। মিরাজ-মুশফিকের বিদায়ের পর দলের হাল ধরে এই রেকর্ড গড়েন তিনি।
এর আগে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিদায় নেন সাব্বির রহমান। ৬ বলে ৫ রান করে উইকেট হারান তিনি। এরপর মেহেদী হাসান মিরাজ ঝড়ে পাওয়ার প্লে’র ৬ ওভারে ৫৫ রান তোলে বাংলাদেশ।
এরপর সপ্তম ওভারেই বিদায় নেন মিরাজ। ওয়ানিন্দু হাসারাঙ্গার গুগলি বলে অ্যাক্রোস দ্য লাইন সুইপ শট খেলতে গিয়ে বোল্ড হয়ে যান। ২৬ বলে ২ চার ও ২ ছক্কায় ৩৮ রান করে যান তিনি। সাকিবের সঙ্গে দ্বিতীয় উইকেটে ২৪ বলে ৩৯ রান তোলেন। তার মধ্যে ২৮ রানই ছিল মিরাজের।
মিরাজ আউট হওয়ার ৫ রানের মাথায়ই তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ। চামিকা করুণারত্নের বল ব্যাকফুটে ডিফেন্ড করতে যান মুশফিক। বল তার ব্যাট ছুঁয়ে উইকেটের পেছনে মেন্ডিসের গ্লাভসে গিয়ে জমা হয়। ৫ বল খেলে ৪ রান করে যান এই ব্যাটার।
এরপর দারুণ খেলতে থাকা সাকিবও টিকতে পারলেন না। সেটা হয়ে হাত খুলে কেবল মারতে শুরু করেছিলেন। কিন্তু মাহিশ থিকসানার বলে উড়িয়ে মারতে গিয়ে বোল্ড হয়ে যান। ২২ বলে ৩ চারে ২৪ রান আসে তার ব্যাট থেকে।
মিরাজের সঙ্গে দ্বিতীয় উইকেটে ২৪ বলে ৩৯ ও চতুর্থ উইকেটে আফিফের সঙ্গে ১৫ বলে ২৪ রান যোগ করেন দলীয় সংগ্রহে।