সারাদেশ ডেস্ক, বেনাপোল, ৮ ডিসেম্বর, ২০১৯, এইউজেডনিউজ২৪: ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার নামে ভারতের পেট্রাপোল বন্দরে বিএসএফর হয়রানির প্রতিবাদে বেনাপোল বন্দরে ছয় ঘণ্টা রপ্তানি-বাণিজ্য বন্ধ রাখে বাংলাদেশি রপ্তানি পণ্যবাহী ট্রাক চালকরা।
হয়রানি বন্ধের দাবিতে রবিবার সকাল থেকে ভারতে পণ্য রপ্তানি বন্ধ রাখা হয়।
পরে দু’দেশের কাস্টমস, বিজিবি, বিএসএফর ঊর্ধ্বতন কর্মকর্তা ও শ্রমিক নেতাদের বৈঠক শেষে দুপুরে রপ্তানি বাণিজ্য পুণরায় চালু হয়।
ট্রাক চালকদের অভিযোগ, কাগজপত্র সব ঠিক থাকা সত্ত্বেও প্রতিনিয়ত বিএসএফ সদস্যরা হয়রানি করে। প্রতিদিন কোনো না কোনো সমস্যা তারা তৈরি করে। তারা বাংলা ভাষা বোঝে না। তাদের কথাও ট্রাক চালকেরা ঠিকমতো বুঝতে পারে না। তখন কোনো কারণে প্রতিবাদ করলে বিএসএফ সদস্যরা চালকদের গালাগালি ও মারধর করে। ড্রাইভিং লাইসেন্স ভুয়া বলে ভেঙে দেয়।
বেনাপোল কাস্টমসের সহকারী কমিশনার উত্তম চাকমা জানান, বিএসএফের বাধার কারণে পেট্রাপোল বন্দরে বাংলাদেশি ট্রাক চালকরা ধর্মঘট ডাকে। এতে রপ্তানি বাণিজ্য বন্ধ হয়ে যায়। বিষয়টি সমাধানের জন্য দু’দেশের বিজিবি, বিএসএফসহ বাণিজ্য সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে রপ্তানি বাণিজ্য সচল করা হয়। সূত্র : ইউএনবি