রংপুর প্রতিনিধি: রংপুরের পীরগঞ্জ উপজেলার জাহাঙ্গীরাবাদ এলাকায় তুলসী, বাসক, ভার্মি কম্পোস্ট ও মধু চাষের জন্য ৬০ জন প্রান্তিক কৃষকের মাঝে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড বিনিয়োগ বিতরণ করেছে।
বিনিয়োগ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং এসএমইআইডি-১ ও এজেন্ট ব্যাংকিং ডিভিশনের উইং হেড আবেদ আহাম্মদ খান। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের প্রধান কার্যালয়ের এসএমইআইডি-১ বিভাগের বিভাগীয় প্রধান এবং এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মনজুর হাসান, বগুড়া জোনের জোনাল হেড এবং এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মোস্তাফিজুর রহমান সিডিসিএস এবং পীরগঞ্জ উপজেলার কৃষি কর্মকর্তা মো. সাদেকুজ্জামান সরকার।
অনুষ্ঠানে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক আবেদ আহাম্মদ খান প্রান্তিক পর্যায়ে কৃষকদেরকে উৎপাদন বাড়ানোর উদ্যোগ নেওয়ার অনুরোধ করেন। তিনি বলেন, এই ঔষধি গাছের উৎপাদন বৃদ্ধি করলে রাষ্ট্রীয়ভাবেও বড় ধরনের অবদান রাখা সম্ভব হবে। তিনি বলেন, আমাদের ব্যাংকের দরজা সব সময় আপনাদের জন্য উন্মুক্ত।