ন্যাশনাল ডেস্ক: মৎস্য সম্পদকে রক্ষার্থে নৌ পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে গতকাল সোমবার (২৯-১১-২১) বরিশাল নৌ পুলিশ অঞ্চল পুলিশ সুপার মো. কফিল উদ্দিন এর নেতৃর্ত্বে সিলেটগামী বেপারী পরিবহন নামক একটি যাত্রীবাহী বাস ও একটি ট্রাকে অভিযান চালিয়ে প্রায় ৫ হাজার ৮০০ কেজি জাটকা ইলিশ উদ্ধার করা হয়েছে।
এসময় আরও উপস্থিত ছিলেন সদর নৌ থানা, বরিশালের ইনচার্জ, অফিসার এবং ফোর্স । তারাগোপন সংবাদের ভিত্তিতে বরিশাল জেলার বন্দর থানাধীন বরিশাল বিশ্ববিদ্যালয় এলাকায় চেকপোস্ট স্থাপন করে, যার সর্বমোট আনুমানিক মূল্য ১৬ লাখ ৮০ হাজার টাকা। জব্দকৃত মাছ স্থানীয় এতিমখানা ও গরীব-দুঃখীদের মাঝে বিতরন করা হয় এবং নিষিদ্ধ জাটকা মাছ পাচারের অপরাধে পলাতক ০২ জন আসামীর বিরুদ্ধে মৎস্য আইনে বিএমপি-র বন্দর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
দেশের মৎস্য সম্পদ রক্ষার্থে নৌপুলিশ নিয়মিতভাবে বছরব্যাপী নিষিদ্ধ ঘোষিত জাটকা নিধন অভিযান পরিচালনা করে থাকে। জাটকা নিধন বন্ধ হলে দেশের জাতীয় মাছ ইলিশের উৎপাদন বৃদ্ধি পাবে। এতে দেশের প্রয়োজনীয় আমিষের চাহিদা পূরণ করে রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনে তথা বাংলাদেশের জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।