হেল্থ ডেস্ক: ৫ থেকে ১১ বছরের শিশুদের ফাইজার-বায়োএনটেক করোনা টিকা দেবে যুক্তরাষ্ট্র। দেশটির খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) এসব বয়সীদের জন্য এ টিকার অনুমোদন দিয়েছে।
শুক্রবার (২৯ অক্টোবর) এফডিএ এ অনুমোদন দেয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ফলে ২৮ মিলিয়ন মার্কিন শিশু টিকার আওতায় আসতে পারবে, যাদের অনেকেই ইতোমধ্যে স্কুলে ফিরেছে।
এফডিএর উপদেষ্টাদের একটি প্যানেল মঙ্গলবার (২৬ অক্টোবর) ফাইজার-বায়োএনটেক টিকা অনুমোদনের সুপারিশ করে। ভোট দেয়ার পরই এ সিদ্ধান্ত নেয়া হলো। চীন, কিউবা ও সংযুক্ত আরব আমিরাতসহ আরও কয়েকটি দেশ এই বয়সী শিশুদের জন্য টিকাটির অনুমোদন দিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, অল্প বয়সীদের জন্য ফাইজার টিকার ১০ মাইক্রোগ্রাম ডোজ অনুমোদন করেছে এফডিএ। যদিও ১২ বছর বা তার বেশি বয়সীদের ৩০ গ্রাম ডোজের ফাইজারের টিকা দেয়া হচ্ছে।
এফডিএ প্যানেলের উপদেষ্টারা বলেছেন, কম ডোজ শিশুদের হার্টের প্রদাহ বা মায়োকার্ডিটিসসহ কিছু বিরল পার্শ্বপ্রতিক্রিয়া প্রশমিত করতে সাহায্য করতে পারে। এফডিএ জানায়, ৫ থেকে ১১ বছরের শিশুদের জন্য ফাইজারের টিকার সুবিধা সম্ভাব্য ঝুঁকির চেয়ে বেশি।
এর আগে গত সেপ্টেম্বরে ফাইজার-বায়োএনটেক জানিয়েছিল, পরীক্ষায় দেখা গেছে ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের জন্য তাদের টিকা নিরাপদ।