ন্যাশনাল ডেস্ক, আজনিউজ২৪: স্বাধীন সার্বভৌম বাংলাদেশ ৪৯ বছর পূর্ণ করায় প্রথম প্রহরে বাংলার স্বাধীনতাকামীরা আতশবাজি আর ফানুস উড়িয়ে শুরু করে মহান বিজয় দিবস উদযাপন। সারাদেশেই সাজ সাজ রব। শ্রদ্ধাভরে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করছে জাতি। অসাম্প্রদায়িক শক্তিকে পেছনে ফেলে বাংলাদেশকে এগিয়ে নেয়ার প্রত্যয় নতুন প্রজন্মের কণ্ঠে। বিজয়ের সূর্যদয়ের পর সর্বস্তরের মানুষের শ্রদ্ধার অর্ঘে ভরে উঠবে স্মৃতির মিনার।
বর্ণিল আলোকে বিজয়ের উদযাপন শুরু। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিত নানা বয়সী মানুষ এক হয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করে শ্রদ্ধাভরে। সবার কণ্ঠেই ছিল অসাম্প্রদায়িক শক্তিকে পেছনে ফেলে বাংলাদেশকে এগিয়ে নেয়ার প্রত্যয়। এদিকে বর্ণিল আলোয় সেজেছে রাজধানী ঢাকার সরকারি ভবন বাণিজ্যিক প্রতিষ্ঠান ও নানা রকমের বেসরকারি ভবন ঢাকা রয়েছে লাল সবুজের আলোয়। আলোকসজ্জা বিজয়ের উদযাপনকে আরও বেশি আনন্দের করে তুলেছে। পুরো শহরেই যেন সাজ সাজ রব। সুউচ্চ ভবন, রাস্তার ধার সবখানেই শোভা পাচ্ছে পতাকার রঙের দৃষ্টিনন্দন আলোকসজ্জা।
জাতীয় সংসদ ভবনসহ সামনের অংশকে সাজানো হয়েছে বাংলাদেশের মানচিত্রের আলোক সজ্জা। এছাড়াও হাইকোর্ট ভবনসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় সাজানো হয়েছে আলোক সজ্জা।
এদিকে বিজয় উদযাপনে বর্ণিল আলোকসজ্জায় সেজে উঠেছে স্মৃতিসৌধ ও এর আশপাশের এলাকা। সূর্যদয়ের পর সর্বস্তরের মানুষের শ্রদ্ধার অর্ঘে ভরে উঠবে স্মৃতির মিনার। থাকছে আইন শৃঙ্খলা বাহিনীর কয়েকস্তরের নিরাপত্তা ব্যবস্থা। তবে এবার বাড়তি গুরুত্ব পাবে স্বাস্থ্যবিধি রক্ষার বিষয়টি। ৪৯ বছর পূরণ করলো স্বাধীন বাংলাদেশ। রাজধানীসহ সারাদেশে নানা আয়োজনে উদযাপন হচ্ছে দিনটি। সূত্র : সময় টিভি