নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পর সেনাবাহিনীর পাহারায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও জোনের তিন থানার কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার (৮ আগস্ট) রাতে ড. ইউনূস ও ১৩ উপদেষ্টার শপথ নেয়ার পর শুক্রবার (৯ আগস্ট) সকাল থেকে ডিএমপির এই তিন থানার কার্যক্রম শুরু হয়।
এদিন সকাল ৮টার দিকে সেনাবাহিনীর পাহারায় তেজগাঁও, শেরেবাংলা নগর ও হাতিরঝিল থানার কার্যক্রম শুরু হয়। এ সময় সেনা সদস্যরা ছাড়াও থানার বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তবে তেজগাঁও জোনের শিল্পাঞ্চল, আদাবর ও মোহাম্মদপুর থানার কার্যক্রম শুরু হতে আরও সময় লাগবে বলে জানিয়েছেন তেজগাঁও বিভাগের ডিসি এইচ এম আজিমুল হক।
থানার কার্যক্রম শুরুর পর এক সংবাদ সম্মেলনে মেজর মো. সাখাওয়াত খন্দকার জানান, সেনাবাহিনী স্থানীয়দের সঙ্গে কথা বলেছে। তারা থানায় কোনোপ্রকার হামলা হবে না বলে নিশ্চয়তা দিয়েছেন।
অন্যদিকে, তেজগাঁও বিভাগের ডিসি এইচ এম আজিমুল হক জানান, সশস্ত্র বাহিনীর সদস্যদের সঙ্গে আমরাও স্থানীয় ব্যবসায়ী, ছাত্রসমাজসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে কথা বলেছি। সবার সহযোগিতায় আমাদের কার্যক্রম শুরু হয়েছে। প্রথম ধাপে ৪০ জন সদস্য এসেছেন। আরও সদস্য আসবেন। শুক্রবার সকাল ৮টা থেকে সাধারণ ডায়েরি (জিডি) নেয়া শুরু করেছি। এ সময় তেজগাঁও জোনের মোহাম্মদপুর, আদাবর ও শিল্পাঞ্চল থানার কার্যক্রম শুরু করতে আরও সময় লাগবে বলেও জানান তিনি।
এলাকাবাসীর উদ্দেশে ডিসি আজিমুল হক বলেন, এই থানা আপনার, পুলিশও আপনার। আপনার প্রয়োজনেই পুলিশের প্রয়োজন হবে। কিছু ভুল সিদ্ধান্তের কারণে পুলিশের প্রতি আপনার ক্ষোভ সৃষ্টি হয়েছে। এ জন্য সমগ্র পুলিশ বাহিনী দোষী নয়, সমগ্র পুলিশের অধিকাংশ মানুষই দোষী না। যা হয়েছে, আপনারা পুলিশের দোষত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। কারণ, এই থানা আপনাদের, পুলিশও আপনাদের। এ সময় পুলিশের প্রতি কোনো আক্রোশ না রাখারও অনুরোধ জানান তিনি।