সান্তিয়াগো, ইন্টারন্যাশনাল ডেস্ক, ১০ ডিসেম্বর,২০১৯ইং, এইউজেডনিউজ২৪:চিলির দক্ষিণাঞ্চল থেকে এন্টার্কটিকায় একটি বিমান ঘাঁটির উদ্দেশে উড্ডয়নের পরে সোমবার ৩৮ জন আরোহী নিয়ে একটি সামরিক বিমান নিখোঁজ হয়েছে। চিলির বিমান বাহিনী এ কথা জানায়।
বিমান বাহিনী এক বিবৃতিতে জানায়,এ সি-১৩০ হারকিউলিস বিমানটি ১৬:৫৫ টায় (গ্রীনিচ মান সময় ১৯:৫৫) প্রেসিডেন্ট এডওয়ার্ড ফেরই এন্টার্কটিক ঘাঁটির উদ্দেশে পুন্তা এরেনাস নগরী থেকে উড্ডয়ন করে।
৩৮ আরোহীসহ চিলির সামরিক বিমান নিখোঁজ
আন্তর্জাতিক
0 Views