বিএনপিকে টার্গেট করে প্রচারণা চালানো হচ্ছে অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি সংস্কার চায় না, নির্বাচন চায়- এসব বলে একটা ভ্রান্ত প্রচারণা চালানো হচ্ছে। অথচ সংস্কারের প্রবক্তা কিন্তু এই বিএনপিই। ৩১ দফা দিয়ে সবার আগে সংস্কার চেয়েছে বিএনপি।
বুধবার (২ এপ্রিল) সকালে ঠাকুরগাঁও শহরের তাঁতীপাড়া মহল্লায় নিজবাড়িতে সাংবাদিকদের সাথে মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, বিএনপির বিষয়ে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য ন্যূনতম যে সংস্কার প্রয়োজন সেটা করার কথা বিএনপি বারবারই বলে আসছে।