গবেষক ও সমাজবিজ্ঞানীরা মনে করছেন, ২০২৬ সালে জন্ম নেওয়া শিশুরা একটি নতুন প্রজন্মে রূপ নেবে, যার নাম হবে ‘বেটা জেনারেশন’। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং দ্রুত বিকাশমান ডিজিটাল লার্নিং সিস্টেমই এই প্রজন্মের আচরণ, শেখা এবং যোগাযোগের ধরনে বড় পরিবর্তন আনবে বলে ধারণা করা হচ্ছে।
বিশ্বের বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরা বলছেন, বেটা জেনারেশনের শিশুরা শুরু থেকেই স্বয়ংক্রিয় প্রযুক্তি, স্মার্ট টুল এবং এআই-চালিত শিক্ষাব্যবস্থার সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত থাকবে। ফলে তাদের বেড়ে ওঠা ও শেখার অভিজ্ঞতা আগের যেকোনো প্রজন্মের তুলনায় ভিন্ন হবে।
প্রাথমিক পর্যায়ে প্রযুক্তি ব্যবহারের ওপর বিভিন্ন গবেষণায় দেখা গেছে—এ ধরনের পরিবেশ শিশুদের মনোযোগ, আচরণ ও শেখার ধরণে উল্লেখযোগ্য প্রভাব ফেলে। তাই এই নতুন বেটা জেনারেশন নিয়ে ভবিষ্যৎ গবেষণার আগ্রহ আরও বাড়ছে।

