ন্যাশনাল ডেস্ক: ২০২৩ সালে বাংলাদেশ সফরের আমন্ত্রণ গ্রহণ করেছেন সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজ।
শনিবার (১৯ নভেম্বর) গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ তথ্য জানান বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ইউসেফ এসা আল দুহাইলান।
এ সময়ন তিনি বলেন, এই সফর হবে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের যুগান্তকারী ঘটনা এবং এটি বিশেষ করে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রে দু’দেশের সম্পর্ক সুসংহত করবে। উভয় দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এই সফরের রূপরেখা তৈরি করবে।
এ সময় প্রধানমন্ত্রী বাংলাদেশে মেগা প্রকল্পে বিনিয়োগে সৌদি আরবের ক্রমবর্ধমান আগ্রহের প্রশংসা করেন। এছাড়া বাংলাদেশে তেল শোধনাগার স্থাপন, কৃষি ও খাদ্য প্রক্রিয়াকরণ এবং হালাল খাদ্যশিল্পে বিনিয়োগসহ, বিভিন্ন খাতে সৌদিকে বিনিয়োগের আহ্বান জানান।
প্রধানমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ মুসলিম উম্মাহ তথা বাংলাদেশের জনগণের বৃহত্তর কল্যাণে সৌদি আরবসহ সব মুসলিম দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলেছে।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার সাংবাদিকদের এ তথ্য জানান।