স্পোর্টস ডেস্ক, এইউজেডনিউজ২৪: ২০২০-২১ অর্থ বছরের বাজেটে বরাদ্দ বেড়ে ক্রীড়াখাতে। এবারের প্রস্তাবিত বাজেটে ক্রীড়ায় মোট বরাদ্দ এক হাজার ৪শ ৭৮ কোটি ৯৩ লাখ টাকা। গেলো অর্থবছরের সংশোধিত বাজেটের তুলনায় যা প্রায় ২২ কোটি ৩৭ লাখ টাকা বেশি। পরিচালন খাতে বরাদ্দ কমলেও আগের অর্থবছরের তুলনায় উন্নয়ন খাতে বরাদ্দ বেড়েছে ৭৮ কোটি টাকা।
আরো একটা নতুন অর্থবছর শুরুর অপেক্ষায়। পাহাড়সম চ্যালেঞ্জ আর প্রত্যাশার বাজেট দিলেন অর্থমন্ত্রী যেখানে ক্রীড়াখাতে গেলো অর্থবছরের সংশোধিত বাজেটের চেয়ে বেড়েছে বরাদ্দ। ২০১৯-২০ অর্থবছরের সংশোধিত বাজেটে ক্রীড়াখাতে মোট বরাদ্দ ছিল এক হাজার চারশো ৫৬ কোটি ৫৬ লাখ ৮৪ হাজার টাকা। এবার তা বেড়েছে ২২ কোটি ৩৭ লাখ১৬ হাজার টাকা। ক্রীড়ায় মোট প্রস্তাবিত বাজেট ১ হাজার ৪শ ৭৮ কোটি ৯৩ লাখ টাকা।
২০১৮-১৯ অর্থবছরের তুলনায় পরের বছরের বাজেটে ক্রীড়াখাতে বরাদ্দ কমেছিল। তবে নতুন অর্থবছরে বাজেট বৃদ্ধি, ক্রীড়া সংশ্লিষ্টদের জন্য স্বস্তির। এবারের বাজেটে পরিচালন খাতে গেলোবারের তুলনায় বরাদ্দ কমেছে। প্রস্তাবিত বাজেটে এই খাতে মোট বরাদ্দ ১ হাজার ২শ ৪৫ কোটি ৬৪ লাখ টাকা। গেলো অর্থ বছরের তুলনায় যা প্রায় ৫৬ লাখ টাকা কম। ২০১৯-২০ অর্থবছরের সংশোধিত বাজেটে পরিচালন খাতে বরাদ্দ ছিল ১ হাজার ৩শ ১কোটি ২৭ লাখ ৮৪ হাজার টাকা।
পরিচালন খাতে বাজেট কমলেও, বেড়েছে উন্নয়ন খাতে। নতুন অর্থবছরের বাজেটে এ খাতে মোট বরাদ্দ ২৩৩ কোটি ২৯ লাখ টাকা। গেলো বছরের বাজটের তুলনায় যা ৭৮ কোটি টাকা বেশি। ২০১৯-২০ এর সংশোধিত বাজেটে উন্নয়নে বরাদ্দ ছিল ১৫৫ কোটি ২৯ লাখ টাকা।
গেলো অর্থবছরের বাজেটে ফুটবলে আলাদা করে বরাদ্দ চাইলেও বাফুফে সভাপতি করোনাকালে এবারের বাজেটে ফুটবলে বিশেষ কোনো বরাদ্দ চাননা। সূত্র : চ্যানেল টোয়েন্টি ফোর
২০২০-২১ অর্থ বছরের বাজেটে প্রস্তাবিত বাজেটে ক্রীড়ায় মোট বরাদ্দ এক হাজার ৪শ ৭৮ কোটি ৯৩ লাখ টাকা
খেলা
0 Views