এসকেআইএফ বাংলাদেশের উদ্যোগে এবং বাংলাদেশ কারাতে ফেডারেশনের সহযোগিতায় রাজধানীতে শুরু হচ্ছে জাতীয় ও আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতা ও দ্বিতীয় আন্তর্জাতিক কারাতে সেমিনার ও ড্যান গ্র্যাডিং ২০২৫। এতে আটটি দেশের প্রতিযোগীরা অংশ গ্রহণ করবে। রোববার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে এতথ্য জানিয়েছেন এসকেআইএফ বাংলাদেশের সাধারণ সম্পাদক সৈয়দ নুরুজ্জামান।
তিনি বলেন, আমাদের আমন্ত্রণে দেশের ৭৫টিরও অধিক কারাতে সংগঠন, জেলা ক্রীড়া সংস্থা, স্কুল ও বিশ্ববিদ্যালয় থেকে ১১৫০ জন কারাতে খেলোয়াড় বিভিন্ন ইভেন্ট ক্যাটাগরীতে খেলায় অংশগ্রহন করবেন, যার মধ্যে শিশু ছেলে এবং মেয়ে ৩৫০, জুনিয়র ৩০০, ক্যাডেট ২৫০ এবং সিনিয়র ২৫০ জন এবং ৭০ জনের অধিক ড্যান গ্রেডিংয়ের জন্য অংশগ্রহনের আবেদনপত্র জমা দিয়েছেন। এটা ছাড়া ভারত, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, জাপান, সিরিয়া, আর্জেন্টিনা ও আমেরিকার সংগঠন ও খেলোয়াড়রা অংশ গ্রহন করবেন।
তিনি আরও বলেন, বাংলাদেশ কারাতে ফেডারেশন থেকে রেফারি পরীক্ষায় পাশকৃত ও এসকেআইএফ-বাংলাদেশের রেফারি এবং এশিয়ান কারাতে ফেডারেশন থেকে পাশকৃত বাংলাদেশী রেফারিদের নিয়ে খেলাগুলো পরিচালনা করা হবে এবং সেই লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের রেফরী প্যানেলের আলোচনা হয়েছে। এই আয়োজন দেশের কারাতে অঙ্গনের উন্নতির জন্য বিশেষ ভূমিকা বহন করবে এবং দেশের কারাতের উন্নয়নের লক্ষ্যে খেলোয়াড় ও রেফারীদের মান উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস।
আগামী ১৮-২১ সেপ্টেম্বর যমুনা ফিউচার পার্কের মহল কনভেনশন হলে এ কারাতে প্রতিযোগিতা ও সেমিনার অনুষ্ঠিত হবে। প্রথম দিনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জে এম জাহিদ হোসেন, বিশেষ অতিথি হচ্ছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গণি চৌধুরী ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি থাকবেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব এ এস এম আবদুল হালিম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রফেসর ড. মোর্শেদ হোসেন খান ও বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটির ভিসি ড. এ বি এম ওবায়দুল ইসলাম।
এবছরের আয়োজনে প্রধান আকর্ষণ এসকেআইএফ এর ওয়ার্ল্ড চিফ ইন্সট্রাক্টর সোসিক শিহান মানাবো মুরাকামি, ব্ল্যাক বেল্ট ৮ম ড্যান, শিহান কিতামুরা তেতসুরো, ব্ল্যাক বেল্ট ৭ম ড্যান (জেকেএ)।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সম্পাদক রেজাউল করিম মাসুম, সৈয়দ রুকনুজজামান রনি, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহনেওয়াজ (বাহার) ও অর্থ সম্পাদক ড. তারেক জেট প্রমুখ।