বিনোদন ডেস্ক: প্রায় দেড় বছর পর ঢাকাই ছবির শীর্ষ তারকা শাকিব খানের নতুন কোনো সিনেমা মুক্তি পাচ্ছে দেশের সিনেমাগুলোতে! চালু থাকা ১৬ টি সিনেমাহলে একযোগে চলবে জনপ্রিয় এ তারকার আলোচিত সিনেমা ‘নবাব এলএল.বি’।
পরিচালক অনন্য মামুন বলেন, যেসব অঞ্চলে করোনা সংক্রমণ কম শুধুমাত্র সেই অঞ্চলে চলবে ‘নবাব এলএল.বি’। অবশ্যই স্বাস্থ্যবিধির বিষয়টি নিশ্চিত করে চালাবেন সিনেমা হল কর্তৃপক্ষ। তাদের অনুরোধ আর ফেলতে পারিনি বলে সিনেমাটি দিচ্ছি। আরও বেশি সিনেমা হলে মুক্তির পরিকল্পনা ছিল জানিয়ে অনন্য মামুন বলেন, গত কয়েকদিনে করোনা বৃদ্ধি পাওয়ায় দেশের অনেকগুলো জেলায় কড়া লকডাউন চলছে। ওই সব জেলায় সিনেমা হল খোলায় প্রশাসনের নিষেধাজ্ঞা আছে। তাই সেসব সিনেমা হলে ছবিটি চালানো যাবে না।
এমনকি ঢাকার মধ্যে মধুমিতাসহ একাধিক সিনেমা হলের বুকিং বাতিল হয়েছে বলেও জানান তিনি। তাই আপাতত ১৬ সিনেমা চলবে নবাব এলএল.বি। অনন্য মামুন বলেন, করোনা প্রকোপ কমলে আরও বড় পরিসরে সিনেমা হলগুলোতে ‘নবাব এলএল.বি’ চলবে।
‘নবাব এলএল.বি’র নাম ভূমিকায় অভিনয় করেছেন শাকিব খান। গেল বিজয় দিবসে আই থিয়েটার অ্যাপে ছবিটি মুক্তির পর ব্যাপকভাবে আলোচিত হয় সিনেমাটি। মূলত সিনেমাটির প্রেক্ষাপট, নারী ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ।
শাহজাহান সৌরভ ও পাপ্পু রাজের যৌথ সংলাপে শাকিব খান ছাড়াও ‘নবাব এলএলবি’র অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, মাহিয়া মাহি, স্পর্শিয়া, রাশেদ অপু, শায়েদ আলী, সুমন আনোয়ার, সুষমা, তন্ময়, সীমান্ত, শামীম মৃধা, আনোয়ার। ছবিতে গান গেয়েছেন ইমরান, কোনাল, অন্তরা মিত্র, সুপ্রতীপ ভট্টাচার্য।
সূত্র : চ্যানেল আই