হেল্থ ডেস্ক: রাজধানী ঢাকার কোভিড-১৯ ডেডিকেটেড ১৬টি হাসপাতালের ৮টিতে করোনা রোগীদের জন্য নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ফাঁকা নেই। আর বাকি ৮টিতেও যে পরিমাণ বেড (শয্যা) খালি আছে, তা অপ্রতুল।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, কুয়েত মৈত্রী হাসপাতালে ১৬৯টি সাধারণ শয্যার মধ্যে খালি আছে ৬১টি এবং ২৬টি আইসিইউ শয্যার মধ্যে একটিও খালি নেই।
কুর্মিটোলা হাসপাতালে ২৭৫টি সাধারণ শয্যার মধ্যে খালি আছে ২৬টি এবং ১০টি আইসিইউ শয্যার মধ্যে একটিও খালি নেই।
শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে ১৭৪টি সাধারণ শয্যার মধ্যে খালি আছে ১৪১টি এবং ১৬টি আইসিইউ শয্যার মধ্যে খালি আছে ৩টি।
সরকারি কর্মচারী হাসপাতালে ৯০টি সাধারণ শয্যার মধ্যে খালি আছে ৪৪টি এবং ৬টি আইসিইউ শয্যার মধ্যে খালি আছে ২টি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৭০৫টি সাধারণ শয্যার মধ্যে খালি আছে ১৮৩টি এবং ২০টি আইসিইউ শয্যার মধ্যে একটিও খালি নেই।
মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ৩৫০টি সাধারণ শয্যার মধ্যে খালি আছে ১৯১টি এবং ২৪টি আইসিইউ শয্যার মধ্যে একটিও খালি নেই।
সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ২৬৩টি সাধারণ শয্যার মধ্যে খালি আছে ৯৩টি এবং ১০টি আইসিইউ শয্যার মধ্যে একটিও খালি নেই।
রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে ৪৭০টি সাধারণ শয্যার মধ্যে খালি আছে ২২০টি এবং ১৫টি আইসিইউ শয্যার মধ্যে খালি আছে ৫টি।
মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে ৫০টি সাধারণ শয্যার মধ্যে খালি আছে ৪৯টি এবং সেখানে কোনো আইসিইউ শয্যা নেই।
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ১৯১টি সাধারণ শয্যার মধ্যে খালি আছে ১৫৯টি এবং ১০টি আইসিইউ শয্যার মধ্যে খালি আছে ৪টি।
শ্যামলী টিবি হাসপাতালে ১৮৩টি সাধারণ শয্যার মধ্যে খালি আছে ১৬২টি এবং ৫টি আইসিইউ শয্যার মধ্যে খালি আছে ৪টি।
জাতীয় বক্ষব্যাধি হাসপাতালে ১০৪টি সাধারণ শয্যার মধ্যে খালি আছে ২২টি এবং ১০টি আইসিইউ শয্যার মধ্যে খালি আছে ৫টি।
ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি হাসপাতালে ১৫টি সাধারণ শয্যার মধ্যে খালি আছে ১৩টি এবং সেখানে কোনো আইসিইউ শয্যা নেই।
ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালে ৩৮টি সাধারণ শয্যার মধ্যে খালি আছে ১৬টি এবং সেখানে কোনো আইসিইউ শয্যা নেই।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ২৩০টি সাধারণ শয্যার মধ্যে খালি আছে ৯১টি এবং ২০টি আইসিইউ শয্যার মধ্যে খালি আছে ৩টি।
ডিএনসিসি ডেডিকেটেড কোভিড হাসপাতালে ৫০০টি সাধারণ শয্যার মধ্যে খালি আছে ৪৭৮টি এবং ২১২টি আইসিইউ শয্যার মধ্যে খালি আছে ৯১টি।
সূত্র : দৈনিক যুগান্তর