পঞ্চগড়: দেশের সর্ব উত্তরের প্রান্তিক জেলা পঞ্চগড়ে শীতের প্রকোপ শুরু হয়েছে। এতে করে বইতে শুরু করেছে উত্তরের হিমেল হাওয়া। সঙ্গে কুয়াশার চাদরে ঢাকা জেলার তেঁতুলিয়া উপজেলা। দিনের বেলা গরম আবহাওয়া থাকলেও রাতে ও সকালে ঠাণ্ডা অনুভব হচ্ছে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম বাংলানিউজকে জানান, সকালে তেঁতুলিয়া আবহাওয়া অফিসে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এবং বুধবার (৬ নভেম্বর) সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আগামী ডিসেম্বর থেকে পুরোপুরিভাবে এই শীত নামতে পারে।