১২ বছর পর আবার নিলাম পদ্ধতিতে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) অনুষ্ঠিত হচ্ছে। দীর্ঘ কয়েক মৌসুম ধরে ড্রাফট সিস্টেমে দল গঠনের পর এবার ফ্র্যাঞ্চাইজিগুলোর অনুরোধে নিলাম পদ্ধতিতে ফিরেছে বিপিএল। ২০২৬ মৌসুমের জন্য নিলামে নাম তুলেছেন ১৪৭ জন দেশি এবং ২৬০ জন বিদেশি খেলোয়াড়। নিলামের আগে প্রতিটি দল দুইজন দেশি এবং দুইজন বিদেশি খেলোয়াড় সরাসরি চুক্তিতে নিয়েছেন।
নিলাম আজ বিকেল ৪টায় ঢাকার র্যাডিসন ব্লু হোটেলে অনুষ্ঠিত হবে। এটি পরিচালনা করবেন বিপিএল কর্তৃপক্ষের আরমান রাফি নিজাম।
দেশি খেলোয়াড়দের ছয়টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে, যেখানে সর্বোচ্চ ক্যাটাগরির ভিত্তিমূল্য ৫০ লাখ টাকা এবং সর্বনিম্ন ১১ লাখ টাকা। বিদেশি খেলোয়াড়দের জন্য পাঁচটি ক্যাটাগরি নির্ধারণ করা হয়েছে, যার ভিত্তিমূল্য ৫০ হাজার থেকে ১০ হাজার মার্কিন ডলার।
প্রতিটি দলকে ২২ জনের স্কোয়াড গঠন করতে হবে। এর মধ্যে নিলাম থেকে ১২–১৪ জন দেশি খেলোয়াড় নেওয়া আবশ্যক। বিদেশি নিলাম থেকে কমপক্ষে দুইজন খেলোয়াড় স্কোয়াডে থাকতে হবে। দেশি খেলোয়াড়দের জন্য ব্যয়সীমা নির্ধারণ করা হয়েছে ৪ কোটি ৫০ লাখ টাকা, আর বিদেশিদের জন্য ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার। খেলোয়াড়দের পারিশ্রমিক তিন ধাপে পরিশোধ করা হবে।
নিলাম শুরু হওয়ার আগে দেশি ও বিদেশি খেলোয়াড়দের তালিকা চূড়ান্ত করা হয়েছে। দেশি খেলোয়াড়দের মধ্যে কয়েকজন সন্দেহজনক কারণে বা ব্যক্তিগত কারণে তালিকা থেকে বাদ পড়েছেন।
১২ বছর পর এই নিলাম বিপিএল ভক্তদের জন্য এক নতুন উত্তেজনা যোগ করেছে। ঢাকার র্যাডিসন ব্লু হোটেলে অনুষ্ঠিত এই নিলামে সবাই সরাসরি অংশ নিতে পারবেন না, তবে অনলাইনে লাইভ সম্প্রচারের মাধ্যমে ক্রিকেটপ্রেমীরা রিয়েল টাইমে সব দিক দেখতে পাবেন

