স্পোর্টস ডেস্ক, ১৪ নভেম্বর, ২০১৯ (এইউজেডনিউজ২৪) : ১০ বছর পর পাকিস্তানের মাটিতে ফিরছে টেস্ট ক্রিকেট। ডিসেম্বরে পাকিস্তানের মাটিতে দুই ম্যাচ সিরিজের টেস্ট খেলতে যাবে শ্রীলঙ্কা ক্রিকেট দল। বিষয়টি আনুষ্ঠানিক ভাবে নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড-পিসিবি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে পিসিবিতে থেকে জানানো হয়েছে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট ডিসেম্বরের ১১ তারিখে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়াম। দ্বিতীয় ও শেষ টেস্ট করাচি ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
এরই মধ্যে পাকিস্তানের মাটিতে টেস্ট সিরজি খেলতে দুই দেশের ক্রিকেট বোর্ড আনুষ্ঠানিকভাবে নিশ্চয়তা দিয়েছে। যার ফলে ২০০৯ সালে সন্ত্রাসী হামলার পর টেস্ট খেলুড়ে কোন দল পাকিস্তানের মাটিতে টেস্ট সিরিজ খেলতে দেশটিতে সফর করবে। এর আগে গেলো সেপ্টেম্বর-অক্টোবরে সমান তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলে গেছে শ্রীলঙ্কা ক্রিকেট দল।