ইন্টারন্যাশনাল ডেস্ক, ফরিদা অর্ভি, যুক্তরাষ্ট্র থেকে,আজনিউজ২৪: হোয়াইট হাউজ দখলের তুমুল লড়াই চলছে দুই মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এবং বাইডেনের মধ্যে। এখন পর্যন্ত প্রাথমিক ফলাফলে ইলেক্টোরাল কলেজ ভোট ট্রাম্পের চেয়ে এগিয়ে আছেন প্রতিদ্বন্দ্বী বাইডেন।
মার্কিন গণমাধ্যগুলির তথ্যমতে, এখন পর্যন্ত প্রেসিডেন্ট ট্রাম্পের চেয়ে জো বাইডেন ২৭টি ইলেক্টোরাল কলেজ ভোটে এগিয়ে।ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী বাইডেন ইলেক্টোরাল ভোট পেয়েছেন ২৩৭টি। অপরদিকে রিপাবলিকান প্রার্থী ও বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২১০টি ইলেক্টোরাল ভোট।
নির্বাচনের ফলাফল জানতে সরাসরি চোখ রাখুন নিচের ভিডিওটিতে:
অ্যালাবামা, আরকানসাস, ইন্ডিয়ানা, কেন্টাটি, লুইজিয়ানা, মিসিসিপি ,নর্থ ডাকোটা, ওকলোহোমা , সাউথ ডাকোটা , টেনেসি ,ওয়েস্ট ভার্জিনিয়া ওয়েমিং প্রাথমিকভাবে দখলে নিয়েছেন ট্রাম্প। আর জো বাইডেন কানেকটিকাট, ডেলওয়ার, ডিসট্রিক্ট অব কলম্বিয়া, ইলিনয়, ম্যারিল্যান, ম্যাসাচুসেটস, নিউ জার্সি, নিউইয়র্ক, রোডি আইল্যান্ড, ভারমন্ট, ভার্জিনিয়াসহ কয়েকটি অঙ্গরাজ্যে জিতে নিয়েছেন।
যে প্রার্থী ২৭০ ইলেক্টোরাল ভোট পাবেন তিনি নির্বাচনে জিতে যাবেন। তবে এর মধ্যে নির্বাচন পর্যবেক্ষকেরা আশা করছেন, কয়েকটি ব্যাটলগ্রাউন্ড রাজ্যের ফলাফল হোয়াইট হাউসের দৌড়ে গুরুত্বপূর্ণ হতে উঠতে পারে। এর মধ্যে ফ্লোরিডা অঙ্গরাজ্য প্রেসিডেন্ট হওয়ার লড়াইয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অঙ্গরাজ্যটির মোট সম্ভাব্য ভোটের ৯৭ শতাংশ এরই মধ্যে গণনা হয়েছে। সেখানে ট্রাম্পের পক্ষে ৫১ দশমিক ২৯ শতাংশ ও বাইডেনের পক্ষে ৪৭ দশমিক ৮ শতাংশ ভোট পড়েছে। ঝুলন্ত রাজ্যটিতে সবশেষ হিসেবে ভোট গণনায় এগিয়ে আছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফলে মার্কিন নির্বাচনে জয়ের জন্য গুরুত্বপূর্ণ এই অঙ্গরাজ্যটিতে ২৯টি ইলেকটোরাল ভোট শেষ পর্যন্ত কার দিকে যায় সেদিকে তাকিয়ে আছে বিশ্ব।
আরেক গুরুত্বপূর্ণ ইন্ডিয়ানা অঙ্গরাজ্যে রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প প্রাথমিক ফলাফলে বাইডেনের চেয়ে এগিয়ে আছেন। অঙ্গরাজ্যটিতে মোট ১১টি ইলেকটোরাল ভোট রয়েছে। এছাড়া ভারমন্ট ও নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের মোট সম্ভাব্য ভোটের ৫ শতাংশ গণনা শেষ হয়েছে। দুই অঙ্গরাজ্যেই এখন পর্যন্ত ট্রাম্প থেকে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন জো বাইডেন। ভারমন্টে গণনা হওয়া ভোটের ৬২ দশমিক ৫ শতাংশ বাইডেন ও ৩৪ দশমিক ৬ শতাংশ ট্রাম্প পেয়েছেন। আর নিউ হ্যাম্পশায়ারের গণনা হওয়া ভোটের ৫৭ দশমিক ৯ শতাংশ বাইডেন ও ৪১ দশমিক ৩ শতাংশ ট্রাম্প পেয়েছেন। ভারমন্ট ও নিউ হ্যাম্পশায়ারে যথাক্রমে ৩টি ও ৪টি করে ইলেকটোরাল ভোট রয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হতে কমপক্ষে ২৭০টি ইলেকটোরাল কলেজে জয় পেতে হবে একজন প্রার্থীকে। তবে সবার চোখ দোদুল্যমান অঙ্গরাজ্যেগুলোর দিকে, যেখানে ইলেকটোরাল কলেজ ভোট বেশি।