রাজধানী ডেস্ক, এইউজেডনিউজ২৪; হোম কোয়ারেন্টাইন না মেনে অহেতুক বাইরে ঘোরাঘুরি করলে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ার করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
শুক্রবার (২৭ মার্চ) দুপুরে ধানমন্ডিতে দুটি এনজিওর পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন করে স্বরাষ্ট্রমন্ত্রী সবাইকে সরকারি নির্দেশনা মেনে বাসায় থাকার আহ্বান জানান।
মন্ত্রী বলেন, রাস্তায় যারা বের হচ্ছেন, তাদের নিষেধ করবেন যেন রাস্তায় বের না হয়। অহেতুক যেন ভিড় না করেন। অহেতুক যেন জনসমাগম না হয়। সেগুলো সম্পর্কে আমাদের নিরাপত্তা বাহিনীকে নির্দেশনা দেয়া আছে। সবার প্রতি অনুরোধ আপনারা নিজ নিজ বাসায় অবস্থান করুন। সূত্র : সময় টিভি