ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহন করা হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার পর তার ধ্বংসাবশেষ পাওয়া গেছে। তবে এ দুর্ঘটনায় বেঁচে নেই ইব্রাহিম রাইসি। গতকাল রোববার আজারবাইজান সীমান্তে একটি বাঁধ উদ্বোধন শেষে ফেরার পথে তাকে বহন করা হেলিকপ্টারটি দুর্ঘটনার শিকার হয়।
এ দুর্ঘটনায় শুধু ইব্রাহিম রাইসি নয় আরও বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা নিহত হয়েছেন। পূর্ব আজারবাইজান রাজ্যের ভারজাকান এবং জোলফা শহরের মধ্যবর্তী এলাকা দিজমান জঙ্গলে ওই হেলিকপ্টারটি বিধস্ত হয়।
এতে ইব্রাহিম রাইসির সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান, পূর্ব আজারবাইজানের গভর্নর মালেক রহমাতি, পূর্ব আজারবাইজানে ইরানের সর্বোচ্চ নেতার প্রতিনিধি মোহাম্মদ আলী আলে-হাশেম, প্রেসিডেন্টে প্রধান নিরাপত্তারক্ষী মেহেদী মৌসাভি এবং হেলিকপ্টারের পাইলট ও কো-পাইলটসহ ক্রুরা নিহত হয়েছেন।
রাইস ও তার সফর সঙ্গীরা আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সঙ্গে একটি অনুষ্ঠানের যোগদানের পর ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।
হেলিকপ্টার দুর্ঘটনার পরই ইরানের কর্মকর্তারা সেখানে উদ্ধার কর্মী পাঠায়। কিন্তু খারাপ পরিস্থিতির কারণে সেখানে উদ্ধারকর্মীদের পৌঁছাতে বেগ পেতে হয়েছে। শেষ পর্যন্ত সোমবার (২০ মে) সকালে হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার স্থানে পৌঁছায় উদ্ধারকর্মীরা।