আবহাওয়ার পরিবর্তন ডেস্ক, আজনিউজ২৪: হেমন্তের শুরুতেই আগামী দুইদিন ২৪ অক্টোবর পর্যন্ত রাজশাহী রংপুর বিভাগ ছাড়া দেশের বাকি বিভাগের বিভিন্ন জেলায় বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ আফরোজা সুলতানা। আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে, বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপের কারণে রাজধানী ঢাকাসহ চট্টগ্রাম, বরিশাল, সিলেট, খুলনা বিভাগের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারি ধরনের বৃষ্টিপাত হচ্ছে।
সাগর উত্তাল থাকায় দেশের চারটি সমুদ্র বন্দরকে তিন নম্বর সতর্ক সংকেত দিয়েছে আবহাওয়া অফিস।