বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্কঃ চলতি বছরের প্রথমার্ধে হুয়াওয়ের রাজস্ব ৫ দশমিক ৯ শতাংশ কমেছে। গতকাল শুক্রবার (১২ আগস্ট) চীনের বহুজাতিক টেলিকমিউনিকেশন উপকরণ প্রস্তুতকারী ও সেবা প্রদানকারী কোম্পানিটি এ তথ্য প্রকাশ করেছে।
ইকোনমিক টাইমসের প্রতিবেদনে বলা হয়, কোভিড-১৯ মহামারি এবং যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য প্রতিদ্বন্দ্বিতায় হুয়াওয়ের বিক্রি নিম্নমুখী হয়েছে।
আলোচিত সময়ে ৩০১ দশমিক ৬ বিলিয়ন ইউয়ান (৪৪ দশমিক ৮ বিলিয়ন ডলার) আয় করেছে চীনা প্রতিষ্ঠানটি। গত বছরের একই সময়ের যা ৫ দশমিক ৯ শতাংশ কম।
হুয়াওয়ের রোটেটিং চেয়ারম্যান কেন হু এক বিবৃতিতে বলেন, ২০২২ সালের প্রথমার্ধে আমাদের ডিভাইস ব্যবসা ব্যাপকভাবে প্রভাবিত হয়েছে। তবে আইসিটি অবকাঠামো ব্যবসা প্রবৃদ্ধি স্থিতিশীল থেকেছে।
বার্তা সংস্থা এএফপিকে হুয়াওয়ের এক মুখপাত্র বলেন, মহামারীর কারণে দুর্বল বৈশ্বিক চাহিদা, সেই সঙ্গে ২০১৯ সালে যুক্তরাষ্ট্রের কালো তালিকাভুক্তি আমাদের পণ্যের সরবরাহ শৃঙ্খল ছিন্ন করেছে। কোম্পানির ডিভাইস ব্যবসাকে ক্ষতিগ্রস্ত করেছে। স্মার্টফোন ও ল্যাপটপ বিক্রি হ্রাস পেয়েছে।
শিল্প ডেটা প্রোভাইডার ক্যানালিসের তথ্য অনুযায়ী, দ্বিতীয় প্রান্তিকে বিশ্বের শীর্ষ পাঁচ স্মার্টফোন বিক্রেতার অবস্থান খুইয়েছে হুয়াওয়ে।