ইন্টারন্যাশনাল ডেস্ক: লন্ডনে হুররাম সুলতানের এক বিরল তৈলচিত্র বিক্রি হয়েছে ১ লাখ ২৬ হাজার ব্রিটিশ পাউন্ডে। তিনি অটোম্যান সাম্রাজ্য বা উসমানিয়া সালতানাতের ১০ম সুলতান সুলাইমান আল-কানুনির স্ত্রী ছিলেন হুররাম সুলতান। পশ্চিমাদের কাছে বিখ্যাত ওই তৈলচিত্রটি দ্য রোক্সেলানা নামে পরিচিত। খবর আনাদোলু এজেন্সি ও ডেইলি সাবাহ’র।
বাংলাদেশী মুদ্রায় ছবিটির দাম পড়েছে ১ কোটি ৪৮ লাখ ২৯ হাজার ৯৩৩ টাকা। বুধবার (২৭ অক্টোবর) ব্রিটেন ভিত্তিক নিলাম প্রতিষ্ঠান সাদেবিসের লন্ডনে আয়োজিত ‘ইসলামি বিশ্ব ও ভারতের শিল্প’ শিরোনামে এক প্রদর্শনীতে ছবিটির নিলাম হয়।
সাদেবিসের ওয়েবসাইটে ছবির পরিচিতিতে জানা যায়, ইতালীয় শিল্পী টিটিয়ানের এক শিষ্য ১৬ থেকে ১৭ শতকের মধ্যে এই ছবিটি আঁকেন।
আনুমানিক ১৫০২ সালে বর্তমান পশ্চিম ইউক্রেনে জন্মগ্রহণ করেন হুররাম সুলতান। পরে তাকে ক্রীতদাসী হিসেবে সুলতান সুলাইমানের প্রাসাদে নিয়ে আসা হয়।
সাধারণ দাসী হিসেবে জীবন শুরু করলেও পরে সুলতান সুলাইমানের সঙ্গে তার বিয়ে হয়। উসমানিয়া সালতানাতের প্রভাবশালী নারী হিসেবে নিজের অবস্থান করে নেন তিনি।
উসমানিয়া রীতি অনুযায়ী সুলতানের এক স্ত্রীর এক সন্তানের বিধান ভেঙে সুলতান সুলাইমানের চার ছেলের জন্ম দেন হুররাম সুলতান।
পরে তারই ছেলে সেলিম যিনি উসমানিয়া ইতিহাসে দ্বিতীয় সেলিম নামে পরিচিত, সুলতান সুলাইমানের পর সালতানাতের দায়িত্ব নেন। সুলতান সুলাইমানের মৃত্যুর আট বছর আগে ১৫৫৮ সালে ইস্তাম্বুলে মৃত্যুবরণ করেন হুররাম সুলতান।