বিনোদন ডেস্ক: ১০,০০০ এবং আরও একটি ধর্ষণ’ নামের একটি ছবিতে যুক্ত হলেন রাজ রীপা আর ওমর মালিক। কথাসাহিত্যিক হুমায়ুন আজাদের এ নামের উপন্যাস থেকে ছবিটি পরিচালনা করছেন সোহেল রানা বয়াতি। ইতিমধ্যে ছবির অভিনয়শিল্পী, শুটিং লোকেশনসহ প্রযোজনা-পূর্ববর্তী কাজগুলো সম্পন্ন করেছেন নির্মাতা।
গত শুক্রবার ছবি নির্মাণের জন্য হুমায়ুন আজাদের পরিবারের লিখিত অনুমতি গ্রহণ করেছেন নির্মাতা। আপাতত উপন্যাসের নামেই ছবির নামকরণ করা হয়েছে। মুক্তির আগে প্রয়োজনে নামটি পরিবর্তন করা হতে পারে। সোহেল রানা বলেন, দেড়-দুই বছর ধরে কাজটি করার পরিকল্পনা করছেন। তিনি বলেন, ‘স্যারের উপন্যাসটি নিয়ে সিনেমা বানানোর প্রস্তাব দিতে তাঁর পরিবারের কাছে যেতে অনেক দিন অপেক্ষা করতে হয়েছে। গত শুক্রবার স্যারের স্ত্রী, কন্যাসহ পরিবারের সদস্যরা লিখিতভাবে আমাদের অনুমতি দিয়েছেন। সিনেমায় উপন্যাসের গল্প অক্ষুণ্ন রাখার পরামর্শ দিয়েছেন তাঁরা। সেটা মেনেই আমরা কাজটি করব।’
সিনেমা বানানোর জন্য হুমায়ুন আজাদের বইটি বেছে নিলেন কেন? পরিচালক বলেন, ‘বাংলাদেশে যৌন হয়রানি বেড়েছে। স্যারের এই উপন্যাসে যৌন হয়রানির বিরুদ্ধে প্রতিবাদের ভাষাটি আমার খুব পছন্দ হয়েছে। এ ছাড়া এর আগে “জল ও পানি”, “সেলাই জীবন” ও “টিয়ার গপ্পো” নামে তিনটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছিলাম। এ ধরনের গল্প নিয়ে কাজ করতে আমার ভালো লাগে।’
ছবিতে ধর্ষণের শিকার একজন নারীর চরিত্রে দেখা যাবে রাজ রীপাকে। মৌখিকভাবে ছবিতে অভিনয়ে সম্মত হয়েছেন রীপা। তিনি বলেন, ‘পরিচালকের সঙ্গে কয়েকবার আলোচনায় বসেছিলাম। মৌখিকভাবে কথাবার্তা চূড়ান্ত হয়েছে। যেকোনো দিন হয়তো আনুষ্ঠানিক চুক্তি হয়ে যাবে।’ ওমর মালিক বলেন, ‘গেল বুধবার চুক্তি করেছি। ছবিতে অনেকগুলো চরিত্র আছে। তার মধ্যে মুখ্য দুটি চরিত্রের একটিতে আমি কাজ করছি। কাজটি শুরু করার জন্য মুখিয়ে আছি। গত এক বছরে অন্তত দশবার উপন্যাসটি পড়েছি।’ এই মুহূর্তে তিনি খাগড়াছড়িতে ‘মধ্যবৃত্ত’ ছবির শুটিং করছেন।
পরিচালক জানালেন, জানুয়ারি মাসে ফরিদপুর ও টাঙ্গাইলে দুই ধাপে হবে ‘১০,০০০ এবং আরও একটি ধর্ষণ’ ছবিটির শুটিং। ছবির চিত্রনাট্য করছেন অপূর্ণ রুবেল।