ইনিংসের অষ্টম ওভারে দারুণ এক ইনসুইঙ্গারে ব্রুককে বোকা বানান হাসান। ব্যাট হাতে ঝড় তুলেছিলেন ইংলিশ অধিনায়ক জস বাটলার। শরিফুলের বলে ফেরার আগে ১৫ বলে ৩০ করেন তিনি।
পরে লিয়াম লিভিংস্টোনকে তাসকিন আহমেদের বলে দুর্দান্ত এক ক্যাচে ফেরান নাজমুল হোসেন। তবে নাসুমের বলে তাওহিদ হৃদয়ের তালুবন্দি হওয়া মঈন আলীর ঝোড়ো হাফ সেঞ্চুরিতে (৩৯ বলে ৫৬ রান) সহজে লক্ষ্যে পৌঁছে যায় ওয়ানডে বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়নরা।
এর আগে টস জিতে ব্যাটিং করে বাংলাদেশ। তবে ইংলিশ পেসারদের গতির ঝরের সামনে মিরাজ আর তানজিদ ছাড়া কেউই ব্যাটিং অনুশীলনটা ঠিকঠাক করতে পারেননি।
আগের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে তিনে নেমে ৬৪ বলে ৬৭ করা মিরাজ আজ চারে নেমে করেন ৮৯ বলে ৭৪ রান। দ্বিতীয় সর্বোচ্চ ৪৫ রান তানজিদের ব্যাটে। গত ম্যাচে ফর্মে ফেরার ইঙ্গিত দিলেও আজ ইংলিশ পেসের তোপে মাত্র ৫ রানে কাটা পড়েন লিটন। আগের ম্যাচে কোনো রান না পাওয়া তাওহিদ আজ ফেরেন মাত্র ৫ রানে। মাহমুদ উল্লাহ সেট হয়েও ইনিংস বড় করতে পয়ারেননি, ১৮ রান আউটে হন। শেখ মেহেদীর সঙ্গে শেষের ব্যাটারদের ব্যাটিং অনুশীলনটাও ভালো হলো না।