স্পোর্টস ডেস্ক: হারারেতে একমাত্র টেস্টের দ্বিতীয় ইনিংসে কোনো উইকেট না হারিয়ে ৪৫ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। এতে করে ২৩৭ রানের লিড নিয়েছে টাইগাররা। সাদমান ইসলাম ২২ রানে ও সাইফ হাসান ২০ রানে অপরাজিত আছেন।
এর আগে তৃতীয় দিনে ব্যাট করতে নেমে সাকিব আল হাসান ও মেহেদি হাসান মিরাজের ঘূর্ণিতে পড়ে সব উইকেট হারিয়ে ২৭৬ রান করতে সক্ষম হয় স্বাগতিক জিম্বাবুয়ে। সাকিব ৪ ও মিরাজ ৫ উইকেট লাভ করেন। স্বাগতিকদের পক্ষে কাইটানো ৮৭, অধিনায়ক টেইলর ৮১ রান করেন।
গত বুধবার হারারেতে টস জিতে বাংলাদেশ ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। মাহমুদউল্লাহর সেঞ্চুরি, অধিনায়ক মুমিনুল, লিটন ও তাসকিন আহমেদের অর্ধশত রানে ভর করে প্রথম ইনিংসে ৪৬৮ রান সংগ্রহ করে।