বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা জনগণের মাঝে পৌঁছে দিতে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে হাতিরঝিল থানা বিএনপি। গতকাল শনিবার বিকালে হাতিরঝিল থানার ৩৫ নং ওয়ার্ড এলাকায় এ লিফলেট বিতরণ করা হয়। কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহবায়ক সাইফুল আলম নীরব। তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচনে দলের হাইকমান্ড থেকে আমাকে প্রস্তুতি নেওয়ার জন্য বলা হয়েছে। দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা দেশের সাধারণ জনগণের মাঝে পৌঁছে দেওয়ার দায়িত্ব থেকেই কাজ করছি।
এ সময় উপস্থিত ছিলেন হাতিরঝিল থানা বিএনপির আহবায়ক নাজমুল হক মাসুম, সাবেক যুগ্ম-আহবায়ক মামুনুর রশীদ মাসুম, যুগ্ম-আহবায়ক আশ্রারাফ হোসেন চৌধুরী অপু, যুগ্ম-আহবায়ক মাসুদ পারভেজ রানা, ৩৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাহমুদুর রহমান মাদু, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম কিংকং, হাতিরঝিল থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন সিহাব, হাতিরঝিল থানা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জাফর ইমাম তরফদার মন্টু, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক হাতিরঝিল থানা ছাত্রদলের সাধারন সম্পাদক মেহেদী হাসান মিম সহ নেতাকর্মী সমর্থকবৃন্দ।