নতুন ফ্যাশন আউটলেট হাওর লাইফস্টাইলের উদ্বোধন করেন প্রজন্মের জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মিম। রাজধানীর উত্তরার জমজম টাওয়ারের লেভেল ফাইভে এর উদ্বোধন হয় ২১ নভেম্বর সন্ধ্যায়। এই আউটলেটরই প্রতিষ্ঠাতা মো. রমিনুল হক সায়াদ।
এ সময় বিদ্যা সিনহা মিম বলেন, ছেলেময়ে উভয়ের পছন্দমতো পোশাক, শীতের কাপড়, শাড়ি, প্যান্ট, ট্রাউজার, টি-শার্ট, জ্যাকেট, জুতা, ব্যাগ, পারফিউমসহ কসমেটিকসও রয়েছে এ আউটলেটে। রয়েছে বাচ্চাদের ড্রেস। সবাই আমদানিকৃত। রয়েছে দেশীয় পাঞ্জাবি, তাও আবার পাকিস্তানি ফেব্রিকসের দেশে প্রস্তুতকৃত। সব মিলিয়ে এটি ফ্যাশন রিলেটেড একটি পরিপূর্ণ আউটেলট। সায়াদ বলেন, আলহামদুলিল্লাহ, অবশেষে হাওর লাইফস্টাইল দিয়ে আমার দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হলো।
ধন্যবাদ মিম আপুকে যাত্রা শুরুর এই সময়কালটাকে স্মরণীয় করে রাখার জন্য। সায়াদ জানান, ঢাকার পরে তার নিজ বিভাগ সিলেটের প্রাণকেন্দ্রতে হাওর লাইফস্টাইলের দ্বিতীয় শাখা করার ইচ্ছা রয়েছে। মূল কথা, এক সময় হাওর লাইফস্টাইল হয়ে উঠবে দেশের নম্বর ওয়ান ফ্যাশন আউটলেটÑ এমনটাই স্বপ্ন দেখি আমি।

