আমান উল্যা আমান, চাঁদপুর প্রতিনিধি, এইউজেডনিউজ২৪: হাইমচরে আলগী দক্ষিন ইউনিয়নের পূর্বচর কৃষ্ঞপুরে একই পরিবারে মায়ের পর এবার বাবা ও মেয়ে সহ নতুনকরে ২ জন এবং পূর্বে শনাক্ত ২ জনের ২য় রিপোর্টেও করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। এছাড়া হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্স ডাক্তার ও অফিস সহকারী সহ ২ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্যবিভাগ। সর্বশেষ উপজেলায় আক্রান্ত রোগীর সংখ্যা ৩৬জন, এদের মধ্যে নেগেটিভ ৯জন। হাইমচর উপজেলা স্বাস্থ্য ও পরি কল্পনা বিভাগ জানায় করোনা উপসর্গ নমুনা পরীক্ষায় আইইডিসিআর প্রেরিত রিপোর্টে হাইমচরের আলগী দক্ষিনের পূর্বচরকৃষ্ঞপুরের মুনচুর আহম্মদ খান(৭৫) তার কন্যা বিউটি খানম( ৪৫), দক্ষিন আলগী গ্রামের কালু ডাক্তার ও গন্ডামারা এলাকার সুপারী ব্যাবসায়ী রব মাতাব্বার ২য় বারেও পজটিভ রিপোর্ট এসেছে, এছাড়া আক্রান্ত মেডিকেল অফিসার ডা. মামুন রায়হান ও অফিস সহকারী রিগেন ২ বার পরীক্ষায় নেগেটিভ এসেছে।
হাইমচরে করোনায় নতুন ও পুরাতন সহ ৪ জনের পজেটিভ, নেগেটিভ ২ জন
চট্টগ্রাম
0 Views