ইন্টারন্যাশনাল ডেস্ক, এইউজেডনিউজ২৪: হলিউডেও পড়েছে করোনার প্রভাব। প্রোডাকশন এবং বক্স অফিসে নেতিবাচক প্রভাব পড়ায় দুশ্চিন্তায় আছেন নির্মাতারা। পুরো বিশ্বে এখন আতঙ্কের নাম ‘করোনা।’ এই ভাইরাসের প্রভাব পড়েছে বিশ্বের অর্থনীতিতে।
‘মিশন ইমপসিবল’ ছবির কাজ থামিয়ে রাখা হয়েছে করোনার কারণে। এই ছবির শেষ তিন সপ্তাহের শুটিং হওয়ার কথা ছিল ইতালির ভেনিসে। কিন্তু ইতালিতে সম্প্রতি করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় শুটিং স্থগিত করা হয়েছে অনির্দিষ্ট সময়ের জন্য। ধারণা করা হচ্ছে এতে ছবি মুক্তির তারিখও পিছিয়ে যাবে। বেড়ে যাবে প্রোডাকশনের খরচ।
একই ঘটনা ঘটেছে ‘দ্য অ্যামেজিং রেস’ ক্ষেত্রেও। করোনা ছড়িয়ে পড়ায় এই কাজ থেমে আছে। নিরাপত্তার খাতিরে এই রিয়্যালিটি শো এর কাজ বন্ধ আছে বলে জানানো হয়েছে। প্রতিযোগীরা স্কটল্যান্ড থেকে নিজ নিজ বাড়িতে ফিরে গেছেন।
অনেক সিনেমার প্রিমিয়ার শোতেও প্রভাব ফেলছে করোনা ভাইরাস। জেমস বন্ড মুভির প্রিমিয়ার হওয়ার কথা ছিল চীনে। কিন্তু সেই পরিকল্পনা বাতিল করা হয়েছে।
হলিউড সিনেমার জন্য অনেক লাভজনক মার্কেট চীন। করোনা ভাইরাসের কারণে দেশটির সিনেমা হল বন্ধ করে দেয়া হয়েছে। ফলে হলিউড সিনেমাগুলোর ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে।