স্পোর্টস ডেস্ক, এইউজেডনিউজ২৪: সড়ক দুর্ঘটনায় মারা গেছেন আফ্রিকান দেশ গিনির দ্বিতীয় বিভাগের দল এতুইলে ডি গিনির ৮ ফুটবলার। বিবৃতিতে হতাহতের বিষয়টি নিশ্চিত করেছে দেশটির পেশাদার ফুটবল লিগ কমিটি (এলজিএফপি)।
বৃহস্পতিবার সকালে বাসে রাজধানী কোনাক্রি থেকে ৬৫০ কিলোমিটার দূরে কানাকানে লিগের উদ্বোধনী ম্যাচ খেলতে যাচ্ছিলেন এতুইলে ডি গিনির ২৭ ফুটবলার। আনুমানিক ২৫০ কিলোমিটার পেরিয়ে টিম্বো নামক স্থানে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগলে দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন বাসের চালকও।
আহতদের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আলফা কোন্ডে। নিহতদের লাশ ও আহতদের নিয়ে আসা হয়েছে রাজধানী কোনাক্রিতে।
মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শোক নেমে আসে গিনিতে। লিভারপুলে খেলা দেশটির মিডফিল্ডার নাবি কেইটা ও ম্যানচেস্টার ইউনাইটেড মিডফিল্ডার পল পগবার ভাই ফ্লোরেন্টিন পগবা শোক ও সমবেদনা জানিয়েছেন নিহতদের পরিবারের প্রতি।
শেষ তিনমাসের মধ্যে দ্বিতীয়বারের মতো দুর্ঘটনায় ফুটবলার নিহতের ঘটনা ঘটলো গিনিতে। গত ডিসেম্বরে মালবাহী ট্রাকের ধাক্কায় নিহত হন ওয়াক্রিয়া এফসির দুই ফুটবলার।
সড়ক দুর্ঘটনায় আফ্রিকান দেশ গিনির দ্বিতীয় বিভাগের দল এতুইলে ডি গিনির ৮ ফুটবলার নিহত
খেলা
0 Views