ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মামুনুর রশীদ মামুন ‘ স্বৈরাচারী সরকারের প্রেতাত্বাদের সকল ষড়যন্ত্র আমরা রুখে দিবো। আমাদের নেতাকর্মীদের ওপর আওয়ামী লীগ সরকার নির্যাতন ও অত্যাচার চালিয়েছে।’
যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা যুবদল আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মামুন বলেন, গণতন্ত্রের যাত্রাপথে বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের অবদান এদেশের মানুষ ইতিহাসে লিখবে। একটা সোনালী অধ্যায় রচিত হবে। কন্তু আবেগের বসবর্তী হয়ে এমন কিছু করা উচিত হবে না যাতে, সংবিধান বহির্ভূত কোন কিছু হওয়ার সম্ভাবনা থাকে। ‘শিক্ষার্থী-জনতার আন্দোলনের পরে আমরা নিঃশ্বাস নিতে পারছি। কিন্তু এই আন্দোলন যেন আমাদের অতিরঞ্জিত কিছু করার কারণে কোনভাবেই ব্যর্থ না হয় এজন্য সংশ্লিষ্ট সকল পক্ষকেই সতর্ক থাকতে হবে।
চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অতীতে ফুলবাড়িয়ার মাটিতে এসেছিলেন, ইনশাআল্লাহ দলের ভারপ্রাপ্ত সিনিয়র ভাইস চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানও এখানে আসবেন বলে আশা প্রকাশ করেছেন ফুলবাড়িয়ার উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মামুনুর রশীদ মামুন।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যতবার ক্ষমতায় ছিলেন ততবার এই এলাকার উন্নয়ন হয়েছে বলে দাবি করেছেন ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক এই নেতা।
বিএনপি’র সাবেক এই কেন্দ্রীয় নেতা বলেন, ‘বিগত ফ্যাসিস্ট সরকার স্বাস্থ্যখাতে কী পরিমাণ দুর্নীতি করেছে, তা আপনারা পত্রপত্রিকার মাধ্যমে নিশ্চয়ই জেনেছেন। আগামীতে স্বাস্থ্যখাত যেন সেবার মান নিয়ে এগিয়ে আসে। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া যতবার ক্ষমতায় ছিলেন ততবার এই এলাকার উন্নয়ন হয়েছে, আমি দেশনেত্রীকে সাথে নিয়ে এলাকায় এসেছিলাম। আগামীতে অসুস্থতার কারণে বিএনপি চেয়াপার্সন যদি না আসতে পারেন, তাহলে ভারপ্রাপ্ত সিনিয়র ভাইস চেয়ারম্যান, দেশনায়ক তারেক রহমান ফুলবাড়িয়ার মাটিতে আসবেন। তিনি এলে এলাকার স্বাস্থ্য খাত, শিক্ষার অবকাঠামো, রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন হবে। ’
উপজেলা চত্বরে জেলা যুবদলের সদস্য হুমায়ুন কবির বিএনপির নেতা শফিকুল ইসলাম খসরু খান, হেলিম মাস্টার, ফজলুল হক চৌধুরী, ওয়াদুদ মাস্টার, যুবদল নেতা মো. খাইরুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।