স্বদেশী সংস্কৃতি ও সৌহার্দ্য সম্প্রীতি মূলক সংগঠন “তিতুমীর কলেজ সামাজিক সাংস্কৃতিক সংসদ”-এর ২১ প্রতিষ্ঠা বার্ষিকী ও স্বাধীনতা দিবস উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাজধানীর বনানী স্টার কাবাবে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক ও তিতুমীর কলেজের সাবেক ভিপি মোহাম্মদ হানিফ।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও তিতুমীর কলেজের সাবেক ভিপি আব্দুল বাতেন নকী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিতুমীর কলেজের সাবেক ছাত্র ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক।
এছাড়া ইফতার মাহফিল অনুষ্ঠানে আবেদীন গ্ৰুপের চেয়ারম্যান আবেদীন মোহাম্মদ আজীম উদ্দীন স্বপন, তিতুমীর কলেজ ছাত্র সংসদের জিএস মো. জামাল হোসেন খান রিপন, সাবেক সভাপতি ও যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক শাহ আলম চৌধুরী, কলেজ ছাত্রদলের সাবেক জিএস আবু সায়েম শ্যামল, নেসার, তুহিন, জাসাস উত্তরের আহবায়ক শরিফুল ইসলাম স্বপন, তিতুমীর কলজের সাবেক ছাত্রনেতা ও বিএনপি নেতা আব্দুল্লাহ আল মামুন, বিএনপি নেতা জহির, তিতুমীর কলেজের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল খান, তিতুমীর কলেজ সামাজিক সাংস্কৃতিক সংসদ”-এর যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ আখতার-উজ-জামানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
স্বাধীনতা দিবসে তিতুমীর কলেজ সামাজিক সাংস্কৃতিক সংসদের ইফতার মাহফিল অনুষ্ঠিত
আজ নিউজ ডেস্ক
রাজধানী
6,753 Views