ইকোনোমিক ডেস্ক: স্বর্ণালংকার পরিবর্তনের ক্ষেত্রে ৮ শতাংশ এবং ক্রয়ের ক্ষেত্রে ১৫ শতাংশ বাদ এবং স্বর্ণালংকার বিক্রয়ের সময় নূন্যতম মজুরি প্রতি গ্রামে ৩০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
স্বর্ণালংকার পরিবর্তনের ক্ষেত্রে ৮ শতাংশ এবং ক্রয়ের ক্ষেত্রে ১৫ শতাংশ বাদ এবং স্বর্ণালংকার বিক্রয়ের সময় নূন্যতম মজুরি প্রতি গ্রামে ৩০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
সোমবার (৮ আগস্ট) বাংলাদেশ জুয়েলারি সমিতির (বাজুস) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের চেয়ারম্যান এম. এ. হান্নান আজাদ সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশের সকল জুয়েলারি ব্যবসায়ীদের স্বর্ণালংকার এক্সচেঞ্জ এর ক্ষেত্রে ৮ শতাংশ এবং পারচেজের ক্ষেত্রে ১৫ শতাংশ বাদ এবং স্বর্ণালংকার বিক্রয়ের সময় ক্রেতার নিকট থেকে প্রতি গ্রামে কমপক্ষে ৩০০ টাকা মজুরি গ্রহণ করার অনুরোধ জানানো হলো।
প্রসঙ্গত, দেশে দীর্ঘদিন ধরে স্বর্ণালংকার পরিবর্তনের ক্ষেত্রে ১০ শতাংশ ও ক্রেতার নিকট থেকে ক্রয়ের ক্ষেত্রে ২০ শতাংশ বাদের নিয়ম বিদ্যমান ছিল।