ইকোনোমিক ডেস্ক: কোভিড-১৯ করোনা মহামারির রেশ না কাটতেই দানা বাঁধে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। এতে বিশ্ব অর্থনীতিতে মন্দার শঙ্কা সৃষ্টি হয়। যার আঁচ লেগেছে দেশের অর্থনীতিতেও। এর মধ্যে স্বপ্ন দেখাচ্ছে প্রবাসীদের আয়। চলতি ২০২২-২৩ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ের পর আগস্টেও রেমিট্যান্সের প্রবাহ ঊর্ধ্বমুখী।
সদ্য সমাপ্ত মাসে ২ বিলিয়ন (২০০ কোটি) ডলারের বেশি অর্থ দেশে এসেছে। এসময়ে প্রায় ২০৪ কোটি (২.০৪ বিলিয়ন) ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। গত বছরের একই মাসের চেয়ে যা ১২ দশমিক ৬০ শতাংশ বেশি। ২০২১-২২ অর্থবছরের আগস্টে রেমিট্যান্স আসে ১৮১ কোটি ডলার।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। এতে দেখা যায়, আগস্টে ২০৩ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। বাংলাদেশি মুদ্রায় ( কেন্দ্রীয় ব্যাংকের বেঁধে দেয়া বিনিময় হার প্রতি ডলারে ৯৫ টাকা ধরে) যার পরিমাণ ১৯ হাজার ৩১০ কোটি টাকা।
নতুন অর্থবছরের জুলাই-আগস্টের হিসাবে প্রবাসী আয় বেড়েছে ১২ দশমিক ৩০ শতাংশ। এ দুই মাসে রেমিট্যান্স এসেছে ৪১৩ কোটি ৪০ লাখ ডলার। গত অর্থবছরের জুলাই-আগস্টে তা আসে ৩৬৮ কোটি ২০ লাখ ডলার।
২০২২-২৩ অর্থবছরের জুলাইয়ে ২০৯ কোটি ৬৯ লাখ ১০ হাজার (প্রায় ২ দশমিক ১ বিলিয়ন) ডলার রেমিট্যান্স দেশে পাঠান প্রবাসী বাংলাদেশিরা। গত ১৪ মাসের মধ্যে যা ছিল সর্বোচ্চ।