স্পোর্টস ডেস্ক, আজনিউজ২৪: স্প্যানিশ লিগে রিয়াল বেতিসকে ৩-২ গোলে হারিয়ে মৌসুমে প্রথম জয়ের স্বাদ পেলো রিয়াল মাদ্রিদ। রামোসের পেনাল্টি গোলে কষ্টার্জিত জয় পেলো লস ব্লাঙ্কোসের দল। এ জয়ে ২ ম্যাচ শেষে ৪ পয়েন্ট হলো জিদান শিষ্যদের। অন্যদিকে, টানা ২ জয়ের পর হারলো রিয়াল বেতিস।
রিয়াল বেতিস। এই একটা নামের পাশে এসেই যেন বারবার হুমরি খেয়ে পড়ে রিয়াল মাদ্রিদ। দিন দিন মাদ্রিদিস্তাদের কঠিন এক প্রতিপক্ষে রূপ নিচ্ছে বেতিস। নতুন মৌসুমে তাদের বিপক্ষে মাঠে নামার আগে পরিসংখ্যানেও অনেকটা পিছিয়ে মাদ্রিদ শিবির। কারণ শেষ ৩ দেখায় যে কোন জয় নেই। তাই এ ম্যাচে অনেকটাই সাবধানী জিদান বাহিনী।
শুরু থেকেই গোলের জন্য মরিয়া রিয়াল মাদ্রিদ এগিয়ে যেতে পারতো ম্যাচের ৩ মিনিটে। কিন্তু ফরাসি তারকা করিম বেনজেমার শট অফসাইডের কারণে বাতিল হয়ে যায়। ৭ মিনিটে দুর্দান্ত এক সুযোগ পায় বেতিস। কিন্তু সে যাত্রায় আর গোলের মুখ দেখেনি তারা।
ম্যাচের ১৪ মিনিটে গিয়ে লিড পায় রিয়াল মাদ্রিদ। বেনজেমার অ্যাসিস্টে লস ব্লাঙ্কোদের হয়ে লিড আনেন ভালভার্দে। এরপর নড়েচড়ে ওঠে বেতিসও। গোল পরিশোধে মরিয়া হয়ে ওঠে তারাও। পরে ৩৫ মিনিটে গিয়ে সমতায় ফেরে স্বাগতিকরা। ক্যানালেসের বাড়ানো বল রিয়াল মাদ্রিদের জালে পাঠান ম্যান্ডি। সমতায় ফিরতে না ফিরতেই আরো একটি গোল করে বেতিস। ২ মিনিট পরেই উইলিয়াম কারভালহো এগিয়ে নেন স্বাগতিকদের।
বিরতি থেকে ফিরে গোল পরিশোধে মরিয়া হয়ে ওঠে মাদ্রিদিস্তা শিবির। তবে, লস ব্লাঙ্কোদের থেকে কোন গোল না আসলেও, বেতিস ফুটবলার এমারসনের আত্মঘাতি গোলে সমতায় ফেরে রিয়াল মাদ্রিদ।
এরপর ম্যাচের ৬৭ মিনিটে এমারসন লাল কার্ড দেখে মাঠ ছাড়লে দশজনের দলে পরিণত হয় রিয়াল বেতিস। সুযোগ বাড়ে রিয়াল মাদ্রিদের সামনে।
দশজনের দল নিয়েও বেশ আগ্রাসী খেলা চালিয়ে যায় বেতিস। অন্যদিকে, রিয়াল মাদ্রিদ ৮০ মিনিটে গিয়ে পায় পেনাল্টি। প্রতিপক্ষ ফুটবলার বার্তা ফাউল করলে রেফারি পেনাল্টির বাশিঁ বাজান লস ব্লাঙ্কোদের হয়ে। তাতেই গোল করে অধিনায়ক রামোস এগিয়ে নেন রিয়ালকে। এভাবেই শেষপর্যন্ত মৌসুমের প্রথম জয় নিয়ে ঘরে ফেরে জিদানের দল।