স্পোর্টস ডেস্ক, এইউজেডনিউজ২৪: স্প্যানিশ লা লিগায় সেল্টাভিগোর সাথে ঘরের মাঠ বার্নাব্যুতে ড্র করে লিগ শিরোপার দৌড়ে হোঁচট খেয়েছে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে বার্সেলোনার জেয়ে মাত্র ১ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে লস ব্লাঙ্কোরা।
হাঁটুর ইনজুরি কাটিয়ে তিন মাস পর প্রত্যাবর্তনের ম্যাচটা স্মরণীয় করতে পারেননি এডেন হ্যাজার্ড। উল্টো ৭ মিনিটে ইয়াগো আসপাসের সাথে দারুন বোঝাপড়ায় সফরকারীদের এগিয়ে দেন ফেদর স্মলভ।
অবশ্য বিরতির পর সমতায় ফেরে রিয়াল, ১৬ গজ দূর থেকে টনি ক্রুসে শটে।
১৩ মিনিট পর হ্যাজার্ডকে ফাউল করায় পেনাল্টি পায় জিদান শীষ্যরা। সার্জিও রামোসের স্পটকিকি থেকে এগিয়েও যায় দল। কিন্তু শেষ রক্ষ হয়নি।
ম্যাচ শেষের ৫ মিনিট আগে ড্যানিশ সুয়ারেজের পাস থেকে মিনা লরেঞ্জোর গোলে রেলিগেশন জোন থেকে বেরিয়ে আসে সেল্টাভিগো। বিপরীতে রামোসের গোল বাতিল আর গ্যারেথ বেলের একাধিক সুযোগ কাজে লাগাতে না পারার আক্ষেপ নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ।
স্প্যানিশ লিগে ড্র করলো রিয়াল মাদ্রিদ। লস ব্লাঙ্কোদের ২-২ গোলে রুখে দিয়েছে সেল্টা ভিগো
আন্তর্জাতিক
0 Views