মৌসুমের শেষ ধাপে প্রবেশ করেছে ইউরোপীয় ফুটবল। এখন থেকে ক্রমশ বাড়তে থাকবে শিরোপা লড়াইয়ের উত্তাপ। ধীরে ধীরে প্রতিদ্বন্দ্বিতাও সীমিত হয়ে পড়বে দুই–তিন দলের মধ্যে। অনেক লিগে অবশ্য এরই মধ্যে সেই ইঙ্গিতের দেখা মিলতে শুরু করেছে। প্রিমিয়ার লিগে যেমন শিরোপা লড়াইয়ের কেন্দ্রে চলে এসেছে লিভারপুল ও আর্সেনাল। আগামী কয়েক ম্যাচে হয়তো বাকিদের ধরা ছোঁয়ার বাইরে চলে যাবে এই দুটি দল।
একই চিত্র দেখা যাচ্ছে সিরি ‘আ’তেও। এখানেও শিরোপা লড়াইয়ে নাপোলি ও ইন্টার মিলান বাকিদের পেছনে ফেলে এগিয়ে যাচ্ছে সামনের দিকে। লা লিগায় অবশ্য চিত্র খানিকটা ভিন্ন। এই লিগে দুই দল নয়, শিরোপা লড়াইয়ে আছে তিন দল। রিয়াল মাদ্রিদ, আতলেতিকো মাদ্রিদ এবং বার্সেলোনার তিন দলের মধ্যেই চলছে তুমুল প্রতিদ্বন্দ্বিতা। আর বুন্দেসলিগায় বায়ার্ন মিউনিখ এগিয়ে থাকলেও যেকোনো মুহূর্তে পাশার দান বদলাতে পারে বর্তমান চ্যাম্পিয়ন লেভারকুসেন।
লিভারপুলের সামনে আর্সেনাল দেয়াল
ইংলিশ প্রিমিয়ার লিগে নিজের প্রথম মৌসুমেই দলকে লিগ জয়ের স্বপ্ন দেখাচ্ছেন লিভারপুল কোচ আর্নে স্লট। তাঁর অধীনে ম্যাচের পর ম্যাচে দারুণ নৈপুণ্য দেখিয়ে চলেছে অ্যানফিল্ডের ক্লাবটি। সর্বশেষ শনিবার রাতে বোর্নমাউথের বিপক্ষে লিভারপুল পেয়েছে ২–০ গোলের জয়। এই জয়ে ২৩ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও সুদৃঢ় করেছে ‘অল রেড’রা। তবে এমন চোখধাঁধানো পারফরম্যান্সের পরও একেবারে নির্ভার থাকার সুযোগ নেই লিভারপুলের।