আইন ও আদালত ডেস্ক, এইউজেডনিউজ২৪: রাস্তা থেকে তুলে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রী ধর্ষণের ঘটনায় মজনুকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করেছে পুলিশ।
গত ৫ জানুয়ারি পরীক্ষার প্রস্তুতি নিতে রাজধানীর শেওড়ায় বান্ধবীর বাসার উদ্দেশে ক্যাম্পাস থেকে রওনা হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ওই শিক্ষার্থী। সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের বাস থেকে ভুল করে কুর্মিটোলা হাসপাতাল এলাকায় নেমে পড়েন তিনি। পরে হেঁটে শেওড়া যাওয়ার পথে তাকে ফলো করেন ধর্ষক মজনু। তাকে সড়ক থেকে তুলে নির্জন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণ করেন তিনি।
এ সময় ওই ছাত্রী অচেতন হয়ে পড়েন। তিন ঘণ্টা পর জ্ঞান ফিরলে বন্ধুদের সহায়তায় হাসপাতালে যান ওই ছাত্রী। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ফরেনসিক পরীক্ষায় তার ধর্ষণের আলামত মেলে। পরবর্তীতে অভিযান চালিয়ে অভিযুক্ত ধর্ষক মজনুকে গ্রেফতার করা হয়। সূত্র : সময় টিভি