সৌদি প্রো লিগের দল আল-আখদাউদের বিপক্ষে করেছেন জোড়া গোল করেছেন আল-নাসর তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। দলকে জিতিয়েছেন ৩-০ গোলের ব্যবধানে।
গতকাল শুক্রবার রাতেও জোড়া গোল দিয়ে নতুন ইতিহাস গড়েছেন রোনালদো। এখনো পর্যন্ত স্পোর্টিং সিপি, দুই পর্বে ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস ও আল-নাসরের হয়ে খেলেছেন পর্তুগালের এই তারকা। সবগুলো ক্লাবের লিগে এখনো পর্যন্ত ৫২৭ গোল করেছেন সিআরসেভেন। ফুটবলের দলবদলে বিশ্বস্ত ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিয়াজো রোমানোর তথ্যমতে, ফুটবলের ইতিহাসে লিগে এত গোল করতে পারেননি কোনো ফুটবলারই।
লিগ ক্যারিয়ারে রোনালদো সবচেয়ে বেশি গোল করেছেন রিয়াল মাদ্রিদের হয়ে। স্প্যানিশ এই ক্লাবটির হয়ে ৩১১ গোল আছে সিআর সেভেনের। এছাড়া, ইংলিশ প্রিমিয়ার লিগে দুই মেয়াদে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ১০৩ গোল, জুভেন্টাসের হয়ে ৮১ গোল এবং স্পোর্টিং সিপির হয়ে ৩ গোল করেছেন রোনালদো। বাকি গোলগুলো সৌদি প্রো লিগে আল-নাসরের হয়ে করেছেন ৩৮ বছর বয়সী এই ফুটবলার।
গতকাল রোনালদোর দ্বিতীয় গোলটি ছিল নজরকাড়া। দূরপাল্লার শটে করেছেন দৃষ্টিনন্দন এক গোল। চলতি মৌসুমে সৌদি লিগে ১৩ ম্যাচে এটি তার ১৫তম গোল। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে এখনো পর্যন্ত তার গোলসংখ্যা ১৮টি। সৌদি প্রো লিগে তার দল আল-নাসর এখন আছে দ্বিতীয় স্থানে। এক পয়েন্ট বেশি নিয়ে প্রতিদ্বন্দ্বী আল-হিলাল আছে সবার ওপরে।