ইসলাম ও ধর্ম ডেস্ক, এইউজেডনিউজ২৪: সৌদি আরবসহ সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের প্রায় সব দেশে শুরু হলো পবিত্র মাহে রমজান। মসজিদে হারাম, নববীসহ বিশ্বের বিভিন্ন দেশে মসজিদে জামাতে নামাজ স্থগিত রয়েছে।বাসায় ইবাদতের তাগিদ দিয়েছেন, দেশের আলেমরা। বৈশ্বিক মহামারি করোনা সংক্রমণ রোধে মুসলমানদের কিবলা, পবিত্র কাবা শরিফে তাওয়াফ বন্ধ রয়েছে। এ দৃশ্য দেখতে হবে তা হয়তো কখনোই ভাবেননি বিশ্বজুড়ে ধর্মপ্রাণ মুসলমানরা। এরই মাজে এ বছর ১৮০ কোটি মুসলমানের সামনে শুক্রবার থেকে পালন করা হচ্ছে মাহে রমজান। মক্কার মসজিদ আল-হারাম ও মদিনার মসজিদে নববীতে সংক্ষিপ্ত পরিসরে তারাবি নামাজ আদায়ের অনুমতি দিয়েছেন সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ। মসজিদ আল-হারামের খতিব ও হারামাইন শরিফাইন প্রেসিডেন্সির প্রধান শায়েখ আবদুর রহমান আস সুদাইস বিষয়টি নিশ্চিত করেছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আল আরাবিয়া।
কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, ১০ রাকাত তারাবি আদায় করা হবে। তবে মুসল্লিদের মসজিদে প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা বহাল থাকবে। সেক্ষেত্রে ইমাম ও মুয়াজ্জিনসহ মসজিদে কর্মরতদের নিয়ে তারাবির জামাত করা হবে। এই দুই পবিত্র মসজিদে ইতিকাফও নিষিদ্ধ করা হয়েছে। এর আগে মুসল্লিদের তারাবি, ইফতার ও ঈদের নামাজও ঘরে আদায়ের পরামর্শ দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। দেশটির ধর্মবিষয়ক মন্ত্রী আব্দুল লতিফ আল-শেখ জানিয়েছেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাব অব্যাহত থাকলে রমজানে মসজিদে তারাবি নামাজের জামাত হবে না।
এমন দুর্যোগের ভেতরেই সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের প্রায় সব দেশ এবং বিশ্বের নানান প্রান্তে, শুক্রবার থেকে শুরু হচ্ছে, সিয়াম-সাধনার মাস পবিত্র রমজান। মসজিদে নববী ও মসজিদুল হারামসহ সৌদি আরবের সব মসজিদে তারাবির নামাজ ও গণজমায়েতে ইফতারি স্থগিত রাখা হয়েছে।
প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ বা অতীতের যেকোনো প্রাকৃতিক দুর্যোগেই, এমন পরিস্থিতির বর্ণনা মেলে না, ইতিহাসে। দ্বিতীয় কিবলা জেরুজালেমের মসজিদে আল-আকসাতেও জামায়াতে নামাজ স্থগিত রয়েছে। যুক্তরাষ্ট্র, মিশর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর এবং ব্রুনাইতেও মসজিদে নামাজের ওপর বিধি-নিষেধ বহাল আছে। যুক্তরাজ্যে রোজার সময়টাতে মসজিদ থেকে নামাজ ও দোয়া-মোনাজাত লাইভ স্ট্রিমিং করার সিদ্ধান্ত হয়েছে।
তবে ব্যতিক্রম পাকিস্তান। সেখানে এখনও মসজিদে জামাতে নামাজ চলছে। রমজানে এ সিদ্ধান্ত থেকে সরে আসতে প্রধানমন্ত্রী ইমরান খানের প্রতি আহ্বান জানিয়েছে পাকিস্তানের মেডিকেল এসোসিয়েশন।
বাংলাদেশে শুক্রবার চাঁদ দেখা গেলে শনিবার থেকে পবিত্র রমজান। ঘরে বসেই ইবাদত করার অনুরোধ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।